ইউরিন ইনফেকশন কিভাবে দূরে রাখবেন - পার্ট 1
কেন এত ইনফেকশন - কোথা থেকে হয়? - শরীরের পার্টের নাম
👫🏻 - পুরুষ ও মহিলার ইনফেকশনের পার্থক্য
যেখানে গড়পড়তা পুরুষদের ইউরিন ইনফেকশন হলে খোঁজ করতে হয় প্রস্টেটের সমস্যা বা আরো কোন বড় সমস্যা আছে কিনা সেখানে মহিলাদের ইউরিন ইনফেকশন যেন সাথের সাথী।
এমন মহিলা খুঁজে পাওয়া বিরল যার কোন দিন ইউরিন ইনফেকশন হয়নি বা হবে না। তার কারণ একটাই।
ছেলেদের ক্ষেত্রে মূত্রথলি থেকে ইউরেথ্রার দৈর্ঘ্য 20 সেন্টিমিটার কিন্তু মহিলাদের ক্ষেত্রে ইউরেথ্রার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। সুতরাং শরীরের বাইরে থেকে মূত্রথলিতে জীবাণু ঢুকে আসাটা মহিলাদের শরীরে খুবই সহজে হয় আর ছেলেদের ক্ষেত্রে জীবাণুদের বেশ কষ্ট করে ঢুকতে হয় । 20 সেন্টিমিটার দীর্ঘ্য পথ পেরোতে বেশীভাগ জীবাণুই মারা যায়। তাই ছেলেদের অতসহজে UTI হয় না।
🦠 - কিন্তু জীবাণু আসে কোথা থেকে ?
আমাদের সারা শরীরেই ট্রিলিয়ন ট্রিলিয়ন জীবাণু রয়েছে তাদের বেশির ভাগটাই বন্ধু আর কিছু শত্রু। এই বন্ধু জীবাণুদের দাপটে শত্রু জীবাণুরা নিস্তেজ হয়ে থাকে। এদিকে আমাদের শরীরের দুপায়ের মাঝখানে যে জায়গাটা সেখানে প্রচুর জীবাণুর বাস।
👨🏻⚕️ দু পায়ের মাঝখানে জায়গার পোশাকি নাম পেরিনিয়াম।
মহিলাদের ক্ষেত্রে জননাঙ্গ এবং আশেপাশের এই জায়গাটি কে বলা হয় ভালভা।
এই নামগুলো আপনার কাছে অচেনা লাগতে পারে তার কারণ বেশিরভাগ পত্রপত্রিকাতে এই জায়গার নামগুলো এড়িয়ে যাওয়া হয়। ঐ সেই সোশ্যাল ট্যাবু আর কি !
হ্যাঁ এই জায়গাগুলো থেকে কিছু জীবাণু যদি শরীরের মধ্যে ঢুকে পড়ে ইউরেথ্রা তাহলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। জীবাণুরা মহিলাদের কেবল 4 সেন্টিমিটার ইউরেথ্রা খুব সহজেই অতিক্রম করে ফেলতে পারে এই জীবাণু কিন্তু পুরুষদের ক্ষেত্রে প্রায় কুড়ি সেন্টিমিটার পথ অতিক্রম করতে হয়। সুতরাং মেয়েদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব বেশি আর ছেলেদের অনেক কম
👨🏻⚕️ তলপেটের যে অংশে ইউরিন এসে জমা থাকে তাকে বলা হয় মূত্রথলি ইউরিনারি ব্লাডার। এই ইউরিনারি ব্লাডার থেকে একটা সরু পাইপের মাধ্যমে যখন দরকার হয় আমরা মূত্র ত্যাগ করি। এই পাইপের নাম ইউরেথ্রা ।
( এর সাথেই বলে রাখা ভালো কিডনি থেকে যে পাইপ দিয়ে প্রতিনিয়ত ফোটা ফোটা করে ইউরিন এসে মূত্রথলিতে জমা হয় সেই পাইপ এর নাম ইউরেটার। ইউরেথ্রা আর ইউরেটার, নাম দুটো কাছাকাছি হলেও দুটো সম্পূর্ণ আলাদা গুলিয়ে ফেলবেন না যেন। )
এই নাম গুলো জীবনে কখনও না কখনও কাজে লাগবেই ! সাথে একটা ছবি রইল
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: Prostate Problems Perineum Vulva Urethra Urethra UTI Masterclass






