ক্রিস ব্রায়ান্ট ও ...
জটিল টেলিভিশন ইন্টারভিউ কত প্রাণবন্ত হতে পারে? সংবাদ পাঠিকা কে বার্লি কিভাবে সংবেদনশীলতার সাথে বিচরণ করছেন ক্রিস ব্রায়ান্টের আবেগের অলিন্দগুলোতে। কীভাবে ব্রায়ান্ট চুল কাটতে গিয়ে জীবনকে খুঁজে পান
নানা খবরের জঙ্গলে ঢাকা পরে যায়, উল্লেখযোগ্য শিরোনামগুলো। চা, চিনি, ময়দা কেনার দৈনন্দিন চাপে আমরা ভুলেই যাই বুক ভরে ভোরের নির্মল বাতাসে শ্বাস নিতে।
শীততাপ নিয়ন্ত্রিত ঘরের ঠুনকো সম্ভ্রমের থেকে ফুটপাথের চায়ের মাটির ভাঁড় হয়তো কম ভঙ্গুর। হঠাৎ করেই চোখে পড়ল ইংল্যান্ডের স্কাই নিউজের একটি ছোট্ট সাক্ষাৎকার।
ওদেশের অল্প বিস্তর খবর দেখার অভ্যাস ছাড়তে পারিনি এখনও। মুখোমুখি নিউজ অ্যাঙ্কর কে বার্লি (@KayBurley) আর ইংল্যান্ডের লেবার পার্টির MP ক্রিস ব্রায়ান্ট (@RhonddaBryant)। বিষয়, অবশ্যই ক্যান্সার। কীভাবে ব্রায়ান্ট চুল কাটতে গিয়ে, নিজের জীবনকে আবার খুঁজে পান।
তবে জীবনের রামধনু কখনোই একরঙা হয় না। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের ছোট শহর উইগান থেকে উঠে আসা সংবাদ পাঠিকা কে বার্লি যেভাবে সংবেদনশীলতার সঙ্গে ক্রিস ব্রায়ান্টের মনের জটিল আবেগের অলিগলিতে বিচরণ করছিলেন, তা মুগ্ধ করার মতো। এমনকি এর মধ্যে চা দিয়ে যাওয়া অদৃশ্য মানুষটিকেও তিনি থ্যাঙ্ক ইউ বলতে ভুললেন না।
ব্রেক্সিট, ক্যান্সার, সমকামিতা, অনিশ্চয়তা, পরিবার, রাজনীতি, সহমর্মিতা আর সমাজ—এই সবকিছু আশ্চর্যজনকভাবে একটি বিনুনিতে বাঁধা পড়েছে।
ক্রিস আপনি বাংলা পড়তে জানেন না নিশ্চয়ই, কিন্তু আমার পক্ষ থেকে আপনাকে কুর্নিশ। জীবনের যাকে বলে rock bottom base গুলোকে আবার চিনিয়ে দেবার জন্য।
শিখলাম।
আপনারাও দেখুন। জীবনের সহজপাঠ আর বর্ণপরিচয়ের ঝাপসা হয়ে যাওয়া অক্ষরগুলো নতুন করে ঘষেমেজে নেওয়ার এই সুযোগটা ছাড়বেন কেন?
নিচে ইউটিউবের লিঙ্ক
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: @KayBurley Brexit Cancer Homosexuality Politics BBC

