১২ বছর আগে ক্যান্সার ডায়াগনসিস?
ব্লাডার ক্যান্সার নির্ণয়ে নতুন পদক্ষেপ
গত সপ্তাহে এক জুনিয়র ডাক্তারের সাথে কথা হচ্ছিল,
হালকা ছলে হলেও কথাবার্তার বিষয় ফেলে দেবার মতো নয়।
সে জিজ্ঞাসা করছিল যে ক্যান্সার নিয়ে তো বহু রিসার্চ চলছে। কিন্তু ওর চোখে তেমন কোনো রিসার্চ সামনে আসছে না যেটা খুব অল্প খরচে খুব কম আয়াশে মানুষের উপর এপ্লাই করে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া সম্ভব।
এরকম বেশ কয়েকটা সম্ভাবনার কথা আমরা সেদিন আলোচনা করেছিলাম। তার একটা এখানে শেয়ার করলাম। কিছুদিন আগেই মার্চ ২০২৩ এর ১১ তারিখ মিলানে বেশ কয়েক হাজার মানুষের উপর গবেষণার ফল জানা গেল, ব্লাডার ক্যান্সারের ব্যাপারে। ব্লাডার ক্যান্সার এর অর্থ ইউরিনের থলিতে ক্যান্সার। যারা সাধারণত স্মোক করে তাদের অনেক বেশি মাত্রায় হয়।
প্রধান গবেষক ডঃ ফ্লোরেন্স লে ক্যাল্ভেস ক্যালেম। উনি বলছেন যে শুধুমাত্র মানুষের ইউরিন থেকে ব্লাডারের ভেতরের লাইনিং এর জেনেটিক টেস্ট করে ব্লাডার ক্যান্সারকে ১২ বছর আগে প্রেডিক্ট করে দেয়া সম্ভব। যে, কার ব্লাডার ক্যান্সার হতে পারে।
স্বভাবতই এই অত্যাশ্চর্য গবেষণার ফলাফলে বিজ্ঞানীকুল অনকোলজিস্টরা তো বটেই এবং আমি দৃঢ়প্রতিজ্ঞ, পেশেন্টরাও খুব উল্লসিত হবেন। আমাদের যদিও আরো কিছুদিন প্রতীক্ষা করতে হবে। যতদিন না এই টেকনোলজি টা পুরোপুরি তৈরি হয়ে আমাদের কাছে আসে।
এই ধরনের গবেষণা আরো বেশি সংখ্যক মানুষের উপরে সফল প্রমাণিত হলে, আগামী কয়েক বছরের মধ্যে আশা করি এটা আমাদের সামনে চলে আসবে, আমাদের দৈনিক ব্যবহারের জন্য।
তথ্যসূত্র:
Lotan, Yair, Le Calvez-Kelm, Florence MP22-19 URINARY COMPREHENSIVE GENOMIC PROFILING PREDICTS UROTHELIAL CANCER UP TO 12 YEARS AHEAD OF CLINICAL DIAGNOSIS. AN EXPANDED ANALYSIS OF THE GOLESTAN COHORT STUDY, Journal of Urology: April 2023 - Volume 209 - Issue Supplement 4 doi: 10.1097/JU.0000000000003247.19
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: Bladder Cancer Cancer Research Dr. Florence Le Calves Callem Oncologist


