রিস্ক ফ্যাক্টর আর স্ক্রিনিং টেস্ট
বহুল প্রচারিত এই পরিভাষা জানা থাকলে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বুঝতে সুবিধে হয়।
এবিসিডি না শিখে যেমন ইংরিজি পড়া যায় না, তেমনি শরীর নিয়ে আলোচনার সময় কিছু পরিভাষা জানলে তথ্য দিতে আর নিতে সুবিধা হয়। একটির নাম রিস্ক ফ্যাক্টর, আরেকটি হলো স্ক্রিনিং টেস্ট
🟦 ক্যান্সার সংক্রান্ত বা যেকোনো অসুখ সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে, যা কোন অসুখ বা ক্যান্সারের সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে।
সেই রিস্ক ফ্যাক্টর অনেক সময়ই সরাসরি ক্যান্সার হওয়ার জন্য দায়ী।
বা এমনও হতে পারে যে সেটা সরাসরি তার কারণ নয়। তবে তা সেই বিশেষ ক্যান্সারের রিস্ক বাড়ায়।
একটা এক্সাম্পল দিই। যেমন মশারি না টাঙিয়ে শুলে ডেঙ্গু বেশি হবে। সুতরাং ডেঙ্গুর রিস্ক ফ্যাক্টর মশারি না টাঙিয়ে শোয়া। কিন্তু ডেঙ্গু হবার প্রত্যক্ষ কারণ মশারি নয়, মশার কামড়-ও নয়। আসল কারণ হল মশার কামড়ে সুনিপুণভাবে শরীরে ইঞ্জেক্ট করে দেওয়া ডেঙ্গু ভাইরাসের শরীরে প্রবেশ।
কিন্তু মশারি না টাঙিয়ে শোয়া বা মশা অধ্যুষিত এলাকায় থাকা সেগুলো ডেঙ্গুর রিস্ক ফ্যাক্টর। আশা করি বোঝাতে পারলাম। ক্যান্সারের-ও এ ধরনের বেশ কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে !
যেমন বাড়তি ওজন ইউটেরাস ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর।
🟦 আরেকটি পরিভাষা তার নাম স্ক্রিনিং টেস্ট। স্ক্রিনিং টেস্টের কোন সঠিক বাংলা মানে আছে কিনা জানিনা তবে সাধারণত ধরে নেওয়া হয় ছাঁকনি টেস্ট। বহুল প্রচারিত এই স্ক্রিনিং টেস্ট পৃথিবীর তাবড় তাবড় গবেষক, বিজ্ঞানী, চিকিৎসক এবং WHO দিয়ে নিয়ন্ত্রিত হয়।
সাধারণ বাঙালি ঘরে আমরা টেস্ট বলতে যা বুঝি সেগুলো হল নির্ণায়ক টেস্ট বা ডায়াগনস্টিক টেস্ট। এই ধরনের টেস্টগুলি করা হয় অসুস্থ মানুষের ওপরে বা যারা অসুস্থ হয়েছেন বলে সন্দেহ করছি তাদের ওপরে।
আর স্ক্রিনিং টেস্ট করা হয় সম্পূর্ণ সুস্থ মানুষের ওপরে। কিন্তু কেন? যাতে আপাত সুস্থ মানুষদের ভেতরে উপসর্গহীন অবস্থায় লুকিয়ে থাকা সমস্যাকে খুঁজে পেয়ে আগে ভাগে তার চিকিৎসা করে ফেলা সম্ভব। পৃথিবীর বেশিরভাগ অসুখেরই এই ধরনের স্ক্রিনিং টেস্ট এখনো আবিষ্কার হয়নি। কিন্তু হাতে গোনা যে-কটির হয়েছে, সেই টেস্টগুলো মানুষের ইতিহাসকে বদলে দিয়েছে চিরন্তন ভাবে।
যেমন প্যাপ স্মিয়ার সার্ভাইক্যাল ক্যান্সারের স্ক্রিনিং টেস্ট।
আমাদের ব্লগ, ভিডিওতে বারবার আমরা এই বহুল প্রচারিত দুটো বৈজ্ঞানিক পরিভাষা ব্যবহার করবো। স্বাস্থ্যের খাতিরে জানা দরকার আপনাদেরও।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: Screening Test Cancer WHO Diagnostic Tests Pap Smear Cervical Cancer




