মিলিমিটারের ভয়
আগে ৫ মিলিমিটার পর্যন্ত নরমাল ছিল, কিছু বছর হলো সেটাকে কমিয়ে চার মিলিমিটার করা হয়েছে। ইগনোর করবেন না। — আর শুনবো না ডাক্তার, গাড়ি দাঁড়িয়ে আছে নিচে।
— ডাক্তারবাবু ভালো করে দিন
— কি হয়েছে ?
— ভাগ্নির বিয়ে ছিল তাই।
— বাহ্ খুব ভালো, কোথায় হলো বিয়ে
— পাটুলি
— কিন্তু আপনার কি সমস্যা ?
— বিয়েতে একটু খাটনি হয়েছে , সেটাই আর কি!
আবার নীরবতা।
জিজ্ঞেস করি ৬২ র প্রৌঢ় মহিলাকে
— কিন্তু আমার কাছে কেন?
ভাগ্নির বিয়ের সাথে গাইনি-অনকোলজিস্ট এর যোগসূত্র হাতড়ে বেড়াই
— ওই সিঁড়িতে উঠতে নামতে জামায় একটু অল্প ব্লিডিং লাগলো । অ-অ ল্প, হাঁটা হাঁটি হয়েছে তো! ..
— মেনোপজের পর ব্লিডিং- হবার কথা নয়, আর কোনোদিন হয়েছে এর মধ্যে?
— না না , ব্যথা, যন্ত্রনা কিছু নেই। আমি একদম সুস্থ, ২৫ জনের জন্য পিঠে পাটিসাপ্টা বানালাম সংক্রান্তি তে
— বাহ্ খুব ভালো
— এই দেখুন না, একটা স্ক্যান করেছিলাম। বলছে ইউটেরাসের ভেতরের লাইনিং মোটা হয়ে গেছে। তবে এসব কিছু না ডাক্তারবাবু, যা খাওয়া দাওয়া হয়েছে! আমি নিজেই মোটা হয়ে গেছি। আমাকে দুটো ট্যাবলেট দিন, ঠিক হয়ে যাবে, ওই জন্যই আসা
— স্ক্যান দেখি…
বলি ,
— ঠিকই , ভেতরের লাইনিংটা চার মিলিমিটার থাকার কথা সেটা ছ' মিলিমিটার হয়েছে
— মিলিমিটার ? শুধোয় ছেলের বৌ
কনফার্ম করার পর শাশুড়ি আর বৌ হাসতে থাকে।
বলে , আমরা তো ভাবলাম না জানি কি হয়েছে
আমাদের গাইনোকোলজিস্ট জেঠু আপনার কাছে পাঠালো। ফালতু এলাম !
আজ আসি, ডাক্তারবাবু , ভালো থাকবেন
— না, শুনুন চারের থেকে বেশি হলে, ইউটেরাসে ক্যান্সারের সম্ভাবনা থাকে, তাই একটা ছোট টেস্ট করে নিতে হয়
— ও ডাক্তার, শুনুন, মানুষ এখন লক্ষ মাইল পেরিয়ে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে আর আপনি মিলিমিটারে আটকে আছেন?
— চলো মা, সব ভয় দেখানোর বুদ্ধি। আমার এর থেকে কত বেশি ব্লিডিং হয় - পুত্রবধূ বলেন
— শাশুড়ি উত্তর দেয়, ঠিকই বলেছিস, মেনোপজ হবার আগে আমার বালতি বালতি ব্লিডিং হতো, কতদিন কলেজেও পড়াতে যেতে পারিনি।
আর এটা তো এক ছিটে, ব্যথা, নেই কিছু নেই, নিজে নিজেই বন্ধ হয়ে গেছে
— কিন্তু শুনুন মেনোপজের পর ব্লিডিংয়ের সেই মেকানিজম থাকে না, তখন এক চিলতে ব্লিডিং ও এবনরমাল, until otherwise proved
একটা ছোট টেস্ট করলেই জানা যাবে, সব ভালো থাকলে আপনার ছুটি!
— বলছি তো, আজ আসি ডক্টর ।
চোয়াল শক্ত । চেয়ার থেকে উঠে পড়েন মা- বৌমা!
বলতে থাকেন, যে এখনো ২৫ জনকে একা রান্না করে খাওয়াতে পারে তার ক্যান্সার ? কেউ শুনেছে কখনো ? বংশে কারো ক্যান্সার নেই, আমার মা বাবার ইয়া বড়ো পেল্লায় স্বাস্থ্য ছিল। কি খেতেন ওঁনারা , আহা!
— না শুনুন, সব ক্যান্সারে বংশের ব্যাপার থাকে না। অসুখ ফস্কে যাবার আগে বলতে থাকি, একটু শুনে যান। আগে ৫ মিলিমিটার পর্যন্ত নরমাল ছিল, কিছু বছর হলো সেটাকে কমিয়ে চার মিলিমিটার করা হয়েছে। ইগনোর করবেন না।
— আর শুনবো না ডাক্তার, গাড়ি দাঁড়িয়ে আছে নিচে।
— আরে স্ক্যান রিপোর্ট টা তো নিয়ে যান!
— আপনার স্ক্যান রিপোর্ট আপনি রাখুন।
বেরোতে বেরোতে ওনাদের মন্তব্য - দুটো পয়সার জন্য কত নিচে নামতে পারে এরা ?
ভাবতে থাকি নিশ্চয়ই আমার কানের ভুল।
ইউটেরাসের ক্যান্সারের একটা বড়ো সংকেত মেনোপজের পর ব্লিডিং। দিন দিন বেড়ে যাছে জরায়ুর ক্যান্সারের হার । দিন চোদ্দোর মধ্যে চিকিৎসা শুরু করতে পারলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে নিরাময় সম্ভব সেটা যদি ক্যান্সার হয় তাহলেও।
তবু এখনো আমরা অনেক পিছিয়ে এই গুরুত্ব বোঝার। বেশির ভাগ মহিলাই যদিও বোঝেন তবে এখনও অনেক মহিলাই গা এড়িয়ে যান- আসেন সমস্যা আরো গভীর হলে। উনি তো আমার ক্লিনিক থেকে চলে গেলেন, ওনার সাথে দেখা হলে যদি কেউ একটু বলে দেন…
(Patient confidentiality- র স্বার্থে স্থান, কাল, পাত্র পরিবর্তিত)
NB: অনস্বীকার্য, আমার দেখা বেশিরভাগ মহিলাই যদিও বোঝেন সমস্যার গুরুত্ব । নাকি , নাকি … যাঁরা বোঝেন শুধু তাঁদেরকেই আমি দেখি ? উত্তর পাইনি ।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search keywords: Postmenopausal bleeding bleeding after menopause abnormal vaginal bleeding PMB Post menopausal Bleeding TVS TransVaginal Ultrasound Endometrial Thickness






