ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস(BV)
সব মহিলারই মধ্যে যে লক্ষণ প্রকাশ পায় তা নয়, তবে এর সবথেকে কমন লক্ষণ হল ভ্যাজাইনাল ডিসচার্জের ধরনের পরিবর্তন।
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস (BV) মহিলাদের একটি খুবই সাধারণ ভ্যাজাইনাল ইনফেকশন। ভ্যাজাইনায় স্বাভাবিকভাবে অনেক ভালো, বন্ধু ব্যাকটেরিয়া থাকে এবং সামান্য পরিমাণে থাকে খারাপ ব্যাকটেরিয়া।
কখনও কখনও এই বন্ধু ব্যাকটেরিয়া আর খারাপ ব্যাকটেরিয়ার মধ্যে ব্যালান্স নষ্ট হয়ে যায়। তখন খারাপ ব্যাকটেরিয়া সংখ্যায় বেড়ে গিয়ে যে অবস্থা তৈরি হয়, তাকেই বলা হয় ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। তবে এটি পুরুষ যৌন সঙ্গীর শরীরে সাধারণত ছড়িয়ে পড়ে না।
লক্ষণ ও উপসর্গ
সব মহিলার ক্ষেত্রে যে লক্ষণ দেখা দেবেই, এমন নয়। কিন্তু সবচেয়ে কমন লক্ষণগুলো হল,
ভ্যাজাইনাল ডিসচার্জের ধরনের পরিবর্তন
ডিসচার্জের পরিমাণ বেড়ে যেতে পারে
ডিসচার্জ পাতলা ও জলীয় হয়ে যেতে পারে
অনেক সময় সাদা বা ধূসর রঙের ডিসচার্জ হতে পারে
বিশেষ করে সেক্সের পরে আঁশটে বা অস্বস্তিকর গন্ধ অনুভূত হতে পারে
কীভাবে BV হয়?
BV সাধারণত তখনই হয়, যখন ভ্যাজাইনার স্বাভাবিক অ্যাসিডিটি বা pH ব্যালান্স বদলে যায়। এর কয়েকটি সাধারণ কারণ,
ভ্যাজাইনা ধোয়ার সময় সুগন্ধযুক্ত সাবান, বাবল বাথ ব্যবহার করা
ডুচিং করা বা ভ্যাজাইনাল ডিওডোরেন্ট ব্যবহার করা
কনডম ছাড়া সেক্স, যেখানে সীমেন সরাসরি ভ্যাজাইনাতে প্রবেশ করে (সীমেন ভ্যাজাইনার অ্যাসিডিটি পরিবর্তন করতে পারে)
খুব শক্তিশালী ডিটারজেন্ট পাউডার দিয়ে অন্তর্বাস ধোওয়া
IUD (ইন্ট্রা–ইউটারাইন গর্ভনিরোধক ডিভাইস) ব্যবহার
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের জন্য রুটিনলি যেসব পরীক্ষা হতে পারে,
একজন ডাক্তার অথবা নার্স আপনার ভ্যাজাইনাতে পরীক্ষা করবেন।
একজন ডাক্তার বা নার্স আপনার ভ্যাজাইনা পরীক্ষা করবেন
তুলোর সোয়াব দিয়ে ভ্যাজাইনা থেকে সামান্য নমুনা নেওয়া হতে পারে
প্রয়োজনে একটি অভ্যন্তরীণ পেলভিক পরীক্ষা করা হতে পারে
কখনও কখনও ইউরিনের নমুনাও নেওয়া হয়
এই পরীক্ষাগুলোতে সাধারণত ব্যথা হয় না, তবে কয়েক সেকেন্ডের জন্য সামান্য অস্বস্তি লাগতে পারে।
রোগ নির্ণয়
ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস নিশ্চিতভাবে নির্ণয়ের জন্য ভ্যাজাইনাল ডিসচার্জের নমুনা নিয়ে মাইক্রোস্কোপের নীচে দেখা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি। তবে সব জায়গায় এই ধরনের পরীক্ষা সব সময় সহজলভ্য বা সস্তা নয়।
অনেক সময় লক্ষণ, ইতিহাস আর ক্লিনিক্যাল সন্দেহের ভিত্তিতেই প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করে দেওয়া হয়, বিশেষ করে যখন টেস্ট করার জন্য যথেষ্ঠ সুযোগ সুবিধা থাকে না ।
চিকিৎসা
BV–এর চিকিৎসা সাধারণত খুব জটিল নয়।
ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অথবা ভ্যাজাইনায় ব্যবহারের জন্য কোনো ক্রিম প্রেসক্রাইব করতে পারেন।
আপনার যদি কোনো অ্যান্টিবায়োটিকে অ্যালার্জি থেকে থাকে, বা আপনি যদি শীঘ্রই প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন, অবশ্যই ডাক্তারকে আগে জানাবেন।
অনেক সময় ওষুধ শেষ হওয়ার আগেই লক্ষণ মিলিয়ে যায়, কিন্তু মনে রাখবেন, সম্পূর্ণ কোর্স শেষ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে BV মিসক্যারেজ বা কিছু জটিলতার ঝুঁকি বাড়াতে পারে, তাই প্রেগনেন্সির সময় এই ইনফেকশনকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।
ফলো–আপ
চিকিৎসার পর যদি আপনার লক্ষণ আর ফিরে না আসে, তবে বারবার ক্লিনিকে যাওয়ার দরকার নাও হতে পারে। তবে যে সমস্ত পরীক্ষা হয়েছিল, তার রিপোর্ট কী এসেছে, তা আপনি নিজে নিশ্চিত হয়ে নেবেন।
চিকিৎসার পরেও যদি সমস্যা থেকে যায় বা আবার ফিরে আসে, তাহলে অবশ্যই আবার ডাক্তারের কাছে ফিরে যেতে হবে।
প্রাথমিকভাবে লক্ষণ দেখে BV মনে হলেও, একই সময়ে ভ্যাজাইনায় অন্য ধরনের ইনফেকশনও থাকতে পারে। তাই লক্ষণ না কমলে বা বারবার ফিরে এলে পরীক্ষা ও ফলো–আপ অত্যন্ত জরুরি।
মনে রাখবেন, জীবনে যদি সেক্সুয়াল পার্টনার একজনই থাকে, তবে চিন্তার কোনো কারণ নেই। যদি সেক্সুয়াল পার্টনার পাল্টায়, সেক্ষেত্রে কনডম ব্যবহার করা মহিলাদের ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য সবচেয়ে সুরক্ষিত উপায়।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: BV Vaginal Infection Miscarriage Sexual Partner Bacterial Vaginosis Vaginal Discharge





