ফাইব্রয়েড-এ পরিবেশ দূষণ এবং পরিবেশের প্রভাব
এর মধ্যে একটা বড়সড় রিসার্চ হয়েছিলো তাইওয়ানে। দশ বছরেরও বেশি সময় ধরে। এখনো নানা গবেষণা হয়ে চলেছে তবে এয়ার পলিউশন যে ঘরে ঢুকে ক্ষতি করে সেটা আর বলার অপেক্ষা রাখে না।
শুনতে অবাক লাগলেও ইউটেরাসের ফাইব্রয়েড এর সাথে পরিবেশ দূষণ এবং পরিবেশের প্রভাব অত্যন্ত নিবিড়।
প্রথমে এয়ার পলিউশন।
বাতাসে পলিউশনের কারণে আমাদের শরীর অসুস্থ হয় বোধহয় সবথেকে বেশি।
নানা রকম অসুখ এর সাথে এয়ার পলিউশনের যোগাযোগ আরো নতুন নতুন করে আমাদের চোখের সামনে আসছে।
শুধুমাত্র ফুসফুসের এর সমস্যাই নয়, গাইনোকলজিক্যাল নানা রকম সমস্যার সাথে এর যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছে। এয়ার পলিউশনের পরিমাপের ক্ষেত্রে পার্টিকুলেট ম্যাটার বা pm বলে একধরনের পরিভাষার ব্যবহার আজকাল চোখে পড়বে আপনারও।
বাতাসে ভাসমান এই ক্ষতিকর ছোট্ট ছোট্ট কণাগুলো নাকের ভেতরদিয়ে ভেসে সহজেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে।
এর মধ্যে কিছু রয়েছে pm10 - যে ছোট ছোট কণা গুলো 10 মাইক্রণের থেকে ছোট সেগুলো। এই ধরনের ছোট কণা গুলো সহজেই ফুসফুসের মধ্যে প্রবেশ করে।
এর থেকেও আরও ছোট এক ধরনের কণা রয়েছে যার নাম pm 2.5 - আড়াই মাইক্রনের থেকেও পাতলা।
মাথার চুলের কথা কল্পনা করুন। আড়াই মাইক্রন হলো সেই মাথার চুলের 30 ভাগের এক চিলতে। এই আড়াই মাইক্রন সাইজের দূষণগুলোর একটা বড় সমস্যা যে এরা ফুসফুসের এর মধ্যে দিয়ে আমাদের সারা শরীরের রক্তে মিশে যেতে পারে।
এর মধ্যে রয়েছে নানা রকম ধোঁয়া, ধুলো, সালফেট, নাইট্রেট, এসিড কম্পাউন্ড, এমনকি মাটিরও ছোট ছোট কণা।
pm 2.5 এর দূষণে, মহিলাদের বন্ধ্যাত্ব, পিরিয়ডের সমস্যা, এন্ডোমেট্রিওসিস, এমন কি ইউটেরাস এর ফাইব্রয়েডের সমস্যাও দেখা দিতে পারে।
এর মধ্যে একটা বড়সড়ো রিসার্চ হয়েছিলো তাইওয়ানে। দশ বছরেরও বেশি সময় ধরে। এখনো নানা গবেষণা হয়ে চলেছে তবে এয়ার পলিউশন যে ক্ষতি করে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই বাড়িতে যতটা সম্ভব ধোঁয়া-ধুলো এড়িয়ে থাকুন। আর রাস্তাঘাটেও যেখানে ধোঁয়া ধুলো বেশি, সেই জায়গাগুলো এড়িয়ে থাকুন বা যথেষ্ট প্রটেকশন নিন।
এরপরে যেটা, সেটা হল ধূমপান
নিজে খেলে তো রিস্ক রয়েছেই। সামনের মানুষটি খেলেও সেই রিস্ক কম হলেও শূন্য হয়ে যায় না। এমন কি কোন ঘরে যদি নিয়মিত সিগারেট খাওয়া হয় তাহলে, ধোঁয়া চলে যাওয়ার পরেও যে পরিবেশ থাকে, সেখান থেকে আসতে পারে ক্ষতিকর প্রভাব। এর নাম ‘থার্ড হ্যান্ড স্মোক’।
ধূমপানের সঙ্গে ইউটেরাস এর ফাইব্রয়েড এর রিসার্চ বেশ বিতর্কিত। কয়েক বছর আগে কিছু কিছু রিসার্চে জানা যাচ্ছিল যে, ধূমপানের ফলে ইউটেরাস এর ফাইব্রয়েড এর প্রবণতা বোধহয় কমে যাচ্ছে। যার কারণ হিসেবে গবেষকরা বলেছিলেন ধূমপান করলে মহিলাদের শরীরে যেহেতু ফিমেল হরমোনের পরিমাণ কমে আসে, তাই এই ধরনের তথাকথিত সুফল আমাদের চোখে আসছে।
কিন্তু আরো গভীর গবেষণা করতেই সত্যি কথাটা আরো বোঝা গেল। ধূমপান থেকে যে ধরনের ছোট ছোট কণা, ধোঁয়া, ক্ষতিকর কেমিক্যাল ব্লাডে এসে মিশছে তাতে ফাইব্রয়েড হওয়ার রিস্ক বেড়ে যাচ্ছে আরো বেশ কয়েক গুণ। তাই পুরনো গবেষণা ছাপিয়ে উঠে আসছে নতুন গবেষণা। যেখানে সবাই বলছেন ধূমপান বন্ধ করতে। যাতে ফাইব্রয়েড সহ আরো অন্যান্য অনেক বিপদ থেকে বেঁচে থাকা যায়।
এর পরে মদ্যপান বা অ্যালকোহল।
খান তিনেক পৃথিবী বিখ্যাত গবেষণায় প্রমাণিত যে অ্যালকোহলের কারণে ফাইব্রয়েড এর সমস্যা আরো বাড়-বাড়ন্ত হচ্ছে। কি কারনে অ্যালকোহল খেলে ফাইব্রয়েড বাড়ছে সেটা না জানা থাকলেও কিছু কিছু রিসার্চ বলছে অ্যালকোহলের প্রভাবে শরীরে স্টেরয়েড হরমোনের প্রভাব বাড়ে । তার ফলে তৈরি হতে পারে ফাইব্রয়েড । এছাড়া অ্যালকোহলের কারণে মানুষের শরীর জেনেটিক মেটেরিয়াল বা ডিএনএ ড্যামেজ হয়, সেখান থেকে তৈরি হয় ফাইব্রয়েড এর চাবিকাঠি।
এছাড়াও পরিবেশে আরো এক ধরনের কেমিকাল গোষ্ঠী থাকে যার নাম এন্ডোক্রিন ডিসরাপ্টিং কেমিক্যাল বা EDC- পরিবেশে লুকিয়ে থাকা এই ধরনের কেমিকাল শুধু ফাইব্রয়েড নয় আরো অন্যান্য ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।
এই ধরনের কেমিক্যাল গুলো শরীরের হরমোনের সাথে বিক্রিয়া করে হরমোনের কার্যকারিতা বাড়িয়ে বা কমিয়ে দেয়। এই হরমোনের সমস্যার জন্য তৈরি হতে পারে, নানা ধরনের হরমোন সংক্রান্ত টিউমার। যার মধ্যে ফাইব্রয়েড অন্যতম।
এর মধ্যে উল্লেখযোগ্য কেমিক্যাল- প্যারাবেন। যা পাওয়া যায় কসমেটিক ও মুখের ক্রিমে।
ফেনল - যা পাওয়া যায় তৈল সাধনাগার এমনকি মিউনিসিপাল কর্পোরেশনের বর্জপদার্থ পরিশোধন - প্ল্যান্টে।
এই ধরনের কেমিক্যাল এর যেন কোন শেষ নেই।
প্লাস্টিসাইজার বলে আরও, এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়।
খাদ্য সামগ্রী বা খেলনার প্যাকেটে যা প্লাস্টিক গুলোকে সুদৃশ্য ও লোভনীয় করে তোলা।
তবে ক্ষতিকর কেমিক্যাল গুলোর মধ্যে, থ্যালেট বলে একটি কেমিক্যাল বোধ হয় শীর্ষে জায়গা করে নিয়েছে। তার কারণ, এর সঙ্গে ফাইব্রয়েড এর সম্পর্ক অত্যন্তই খারাপ।
অথচ কোথায় পাওয়া যায় না এই থ্যালেট? শ্যাম্পু ,সাবান, হেয়ার স্প্রে সর্বত্র উপস্থিত এ ধরনের যৌগ।
প্লাস্টিক প্যাকেট, গাছে জল দেওয়ার পাইপ, সবেতেই রয়েছে থ্যালেট।
সুতরাং ভালো থাকতে হলে যেটা সবথেকে বেশি দরকার সেটা হল সচেতনতা।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
আরও পড়তে হলে দেখুন
Fibroid and PM2.5
Mahalingaiah S, Hart JE, Laden F, et al. Air pollution and risk of uterine leiomyomata. Epidemiology. 2014;25(5):682-688.
Smoking and fibroid
Wise LA, Laughlin-Tommaso SK. Epidemiology of uterine fibroids: from menarche to menopause. Clin Obstet Gynecol. 2016;59(1):2-24.
Alcohol and fibroid
Sadikot RT, Bedi B, Li J, Yeligar SM. Alcohol-induced mitochondrial DNA damage promotes injurious crosstalk between alveolar epithelial cells and alveolar macrophages. Alcohol. 2019;80:65-72.
Kruman II, Henderson GI, Bergeson SE. DNA damage and neurotoxicity of chronic alcohol abuse. Exp Biol Med (Maywood). 2012;237(7):740-747.
Zhao M, Howard EW, Guo Z, Parris AB, Yang X. p53 pathway determines the cellular response to alcohol-induced DNA damage in MCF-7 breast cancer cells. Plos One. 2017;12(4):e0175121.
Search tool: Air Pollution Fibroids Fibroid Particulate Matter Smoking Uterus Alcohol






