বাড়িতে ডেল্টাপারিন নেবেন ?
হাসপাতাল একটি নির্দিষ্ট সময়ের জন্য ওষুধটি আপনাকে দেওয়া হলেও, কারও কারও বাড়ি ফিরে এর পুরো কোর্সটি শেষ করতে হয়
এখানে রইলো এই টপিকের বাংলা ভার্সন
For the English Version of this topic click here
🟦 এই লেখাটি কোন তথ্য দেওয়ার জন্য?
এই লেখাটি তাদের জন্য যারা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ডেল্টাপারিন ওষুধ নিচ্ছেন বা তাদের নিতে বলা হয়েছে।
ডেল্টাপারিন ওষুধ নিয়ে সচেতনতা খুবই কম। সেটা অবশ্য আশ্চর্য নয় তার কারণ থ্রম্বোসিসের ব্যাপারে বিজ্ঞানই জেনেছে অনেক পরে। তাই এই লেখা যাতে আপনি এসব জেনে নিতে পারেন।
🟦 ডেল্টাপারিন আপনাকে নিতে বলা হয়েছে কেন?
ডেল্টাপারিন রক্ত জমাট বাধা আটকাতে বা রক্ত জমাট বাধার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এই রক্ত জমাট বাঁধা ডিপ ভেইন থ্রম্বোসিস বা DVT ( পায়ে রক্ত জমাট বাঁধা) বা পালমোনারি এমবোলিজম বা PE ( ফুসফুসে রক্ত জমাট বাঁধা) নামে পরিচিত। হাসপাতাল একটি নির্দিষ্ট সময়ের জন্য ওষুধটি আপনাকে দেওয়া হলেও, কারও কারও বাড়ি ফিরে আপনাকে এর পুরো কোর্সটি শেষ করতে হবে।
🟦 আমি ডেল্টাপারিন কিভাবে নেব?
ডেল্টাপারিন আপনাকে একটি ইনজেকশন হিসাবে দেওয়া হবে। আপনি বাড়িতে যাওয়ার আগে আপনাকে বা আপনার কোনো আত্মীয়/বন্ধুকে আমরা দেখিয়ে দেবো কিভাবে ইনজেকশন দিতে হয়, কিন্তু এই লেখাটি আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দেবে আপনি কিভাবে ইনজেকশন নিতে পারবেন। আপনার ইনজেকশনের জন্য সেরা জায়গাগুলি হল:
✅ আপনার পেটের নাভির চারপাশে এলাকা।
✅ উরুর উপরের বাইরের দিকে,
✅ আপনার যদি এই জায়গায় সার্জারি হয়ে থাকে, তবে ক্ষত বা ব্যান্ডেজের খুব কাছাকাছি ইনজেকশন দেওয়া এড়িয়ে চলুন।
🟦 আমি নিজেই নিজেকে কিভাবে ইনজেকশন দেবো?
শুরু করার আগে দেখে নিন যে জায়গাটিতে ইনজেকশন দেওয়া হবে, সেই জায়গাটি পরিষ্কার আছে কিনা এবং আপনার হাত ধুয়ে পরিষ্কার করা কিনা। বারবার একই জায়গায় ইনজেকশনের ফলে যাতে কালশিটে না পড়ে যায় তার জন্য প্রতিবারই ইনজেকশনের সময় ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় ইনজেকশন দিন।
🟦 আগে থেকেই ওষুধ ভরে ইনজেকশনটা কিভাবে ব্যবহার করবেন?
➤ 1️⃣ স্টেপ ১
আরাম করে হেলান দিয়ে বসুন যাতে আপনার হাত সহজেই আপনার পেট বা পায়ে পৌঁছাতে পারে।
➤ 2️⃣ স্টেপ 2
শরীরের এমন একটি জায়গা বেছে নিন যেখানে আপনি নিজে থেকে নিজেকে ইনজেকশনটি দিতে পারবেন। এটি আপনার পেটে বা আপনার বাম বা ডান উরুর বাইরের দিকের ত্বকে যে কোন জায়গা হতে পারে। আপনার পেট সাধারণত ইনজেকশন দেবার আদর্শ জায়গা।
কারণ এই জায়গায় সাধারণত ইনজেকশনের দেবার জন্য প্রয়োজনীয় চর্বি থাকে। মাথায় রাখুন, আপনি কখনোই আপনার বাহুতে ইনজেকশন করবেন না। ওখানে দিলে ইনজেকশনটি চর্বির পরিবর্তে পেশীতে প্রবেশ করতে পারে। পেশীতে ইনজেকশন দেওয়া হলে সেখান থেকে ব্লিডিং হতে পারে। এটা গুরুত্বপূর্ণ যে আপনি প্রতিবারই জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে ইনজেকশন দিন।
➤ 3️⃣ স্টেপ ৩
সিরিঞ্জ প্যাকেট থেকে তুলে নিন। কিছু প্যাকেটে একটি কমলা প্লাস্টিকের নিডল ট্র্যাপ রয়েছে যা সিরিঞ্জের মূল অংশ থেকে ঝুলে থাকে। আপনি ঝুলে থাকা জায়গাটি খুলে ফেলার আগে, নিডল (সূঁচ) থেকে দূরে, প্লাস্টিকের নিডল ট্র্যাপ পিছনে বাঁকিয়ে নিন।
সব কোম্পানির ওষুধে এই কমলা প্লাস্টিকের নিডল ট্র্যাপ থাকে না।
➤ 4️⃣ স্টেপ ৪
ছাই রংয়ের রাবারের নিডল (সূঁচ) কভার নিডল থেকে সরিয়ে দিন। সতর্কতা অবলম্বন করুন যাতে এই সময় নিডলটিতে হাত না লাগে এবং নিডলটি অসাবধানতাবশত বেঁকে না যায়। নিডলের কভারটি আবার লাগিয়ে দেবার চেষ্টা করবেন না কারণ এটি নিডলের ক্ষতি করতে পারে। সিরিঞ্জ এর মধ্যে একটি বায়ু বুদবুদ থাকার কথা। একটি বিশেষ প্রয়োজনে এই বায়ু বুদবুদটি দেওয়া আছে। এই বায়ু বুদবুদ ফেলে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এতে ওষুধ বাইরে বেরিয়ে নষ্ট হয়ে যেতে পারে।
➤ 5️⃣ স্টেপ ৫
এক হাতে সিরিঞ্জ ধরুন। আপনার অন্য হাতের বুড়ো আঙুল এবং তর্জনী বা প্রথম আঙুলের মধ্যে পেটের ত্বকের একটি ভাঁজ আলতো করে চিমটি করে ধরুন। চেষ্টা করুন যথেষ্ট পরিমাণে টিস্যু চিমটি দিয়ে ধরতে (কমপক্ষে ১ থেকে ২ ইঞ্চি বা ২.৫ থেকে ৫ সেন্টিমিটার)। এতে ত্বক এবং ফ্যাটি টিস্যু থাকবে। অবশ্যই এটা এমন জায়গায় করবেন যেখানে আপনি ইনজেকশন দিতে মনস্থ করছেন।
(*মনে রাখুন ছবিতে দেখানো সিরিঞ্জের মতো আপনার সিরিঞ্জ নাও হতে পারে)
➤ 6️⃣ স্টেপ ৬
যতক্ষণ না নিডলটি আপনার শরীরে ঢুকছে ততক্ষণ পর্যন্ত সিরিঞ্জটি ভালো করে হাতে ধরে থাকুন এবং নিডলটি সমকোণে যাতে ত্বকের মধ্যে ঢোকে সে ব্যাপারে খেয়াল রাখুন। ইনজেকশন না করা পর্যন্ত ত্বকের ভাঁজ চিমটি করে ধরে রাখুন। এই সমস্ত বিষয়ে নিশ্চিত হওয়ার পরে নিডল ত্বকের মধ্যে ঢুকিয়ে প্লাঞ্জার চাপুন। এই স্টেপে প্লাঞ্জার এর পিস্টন নিডল দিয়ে ওষুধ ঠেলে আপনার টিস্যুতে পৌঁছে দেবে। একবার সমস্ত ওষুধ টিস্যুর মধ্যে চলে গেলে আপনার স্কিন থেকে নিডল বের করে নিন।
এই অবস্থায় আপনার ছিঁটে ফোঁটা ব্লিডিং অস্বাভাবিক নয়। তা হলে ইনজেকশনের সাইটের জায়গায় আলতো করে চাপ দিয়ে ধরে থাকুন। সাইটটি একেবারেই ঘষবেন না, কারণ এর ফলে জায়গাটিতে কালশিটে পড়ে যেতে পারে।
➤ 7️⃣ স্টেপ ৭
উপরের ধাপগুলো শেষ করার পর আপনার এবার নিডল ট্র্যাপ ব্যবহার করতে হবে। নিডল ট্র্যাপ হল কমলা রঙের প্লাস্টিকের অংশ যা সিরিঞ্জের মূল অংশ থেকে ঝুলে থাকে। খেয়ালআপনি ধাপ ৩-এ এটিকে নিডলের মুখ থেকে সরিয়ে দিয়েছেন। নিডল ট্র্যাপটি নিডলটিকে বাঁকিয়ে দেয় যাতে এটি আবার কোনভাবে যাতে ব্যবহার করা না যায় এবং দুর্ঘটনাক্রমে ব্যবহার করার পর সুরক্ষিত জায়গায় ফেলে দিলেও কাউকে আঘাত যেন করতে না পারে।
নিডলটি ট্র্যাপটিকে শরীরের সামনে এমন ভাবে নিয়ে আসুন যাতে এটি নিডলের পাশেই চলে আসে। তারপরে একটি শক্ত জায়গা যেমন, একটি টেবিলের ওপরে রেখে নিডলটি ট্র্যাপটির মধ্যে সিরিঞ্জটা বেঁকিয়ে নিডলকে পুশ করে দিন। এই নিডলটি ট্র্যাপটি নিডলের ওপরে পড়লে আপনি একটা ক্লিক আওয়াজ শুনতে পাবেন।
➤ 8️⃣ স্টেপ ৮
হাসপাতালের দেওয়া হলুদ প্লাস্টিকের শার্প বিনেই সব সময় সিরিজটি ফেলবেন। আপনার শার্প বিনটি অন্য লোকেদের নাগালের বাইরে রাখুন।
আপনার শার্প বিন যখন ভরে আসবে তখন আপনি এটিকে সার্জারীর হসপিটালে দিয়ে আসতে পারেন তারা এটি সঠিক জায়গায় ডিসপোজ করে দেবে।
🟦 ডেল্টাপারিনের সম্ভাব্য কিছু সাইড এফেক্টস
সব ওষুধের মতই ডেল্টাপারিনেরও, কিছু সাইড এফেক্টস আছে। সম্ভাব্য সাইড এফেক্টস হিসেবে আমরা আপনাকে কিছু বলতে পারি যেমন - হতে পারে আপনার ইনজেকশন দেবার সাইটটি ফুলে যেতে পারে, সাইটটিতে কালশিটে পড়তে পারে, নিডল বার করে নেবার পরে সাইটটিতে এক ফোঁটা রক্ত বের হতে পারে, এছাড়াও আরও একটি সাইডএফেক্ট থাকতে পারে- যদি আপনি ইনজেকশন নিতে গিয়ে নিজেকে কোনো রকম ভাবে জখম করে ফেলেন (যদিও এর সম্ভাবনা খুবই বিরল)।
🟦 ডেল্টাপারিন বাড়িতে কি করে রাখবো?
সিরিঞ্জগুলি ব্যবহার করার আগে পর্যন্ত প্যাকেতেই রাখুন (ডেল্টাপারিন সিরিঞ্জ অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে)। সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
🟦 যদি আমি একটি ইনজেকশন মিস করি তাহলে কি করব?
যদি ডেল্টাপারিনের একটি ডোজ মিস হয়ে যায়, যখনই আপনার মনে পড়বে, সাথে সাথেই ডোজটি নিয়ে নিন এবং যেরকম আগের ডোজ গুলি নিয়েছিলেন সেই ভাবেই নেওয়া চালিয়ে যান। ডোজ ভুলে গেলে কখনোই দুটি ডোজ একসাথে নেবেন না।
নিচে কাজে লাগার মতো ভিডিও রয়েছে লিংকে ক্লিক করলে ইউটিউবে খুলবে।
🏆 যে সব সমস্যা প্রতিরোধ করতে আপনি এই ইনজেকশন নিচ্ছেন তা জেনে রাখা ভালো।
➡️ DVT
পায়ে ব্যথা বা ফুলে যাওয়া
পায়ে হাত দিলে গরম লাগা
পা লাল হয়ে থাকা
➡️ PE
শ্বাসকষ্ট বা নিশ্বাস নিতে কষ্ট হওয়া
বুকে ব্যথা
কাশি দিয়ে রক্ত পড়া
হঠাৎ জ্ঞান হারানো
তবে DVT বা PE ক্ষেত্রে উপরের উপসর্গ গুলিকোনো লক্ষণ ছাড়াই ঘটতে পারে।
🟥 আশেপাশের কারও বা আপনার যদি DVT বা PE-এর কোনো রকম উপসর্গ চোখে পড়ে, তাহলে দেরি না করে সরাসরি আপনার স্থানীয় দুর্ঘটনা ও জরুরী বিভাগে চিকিৎসা সেবা নিন।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: Deltaparin Dalteparin LMWH Heparin Recovery Thrombosis DVT PE Blood Clotting








