টির্যাপ্যাটাইড এক যুগান্তকারী ওষুধ
বহুদিন থেকেই আমরা স্বপ্ন দেখেছি একটা ছোট্ট ওষুধ যেটা খেয়ে ফেললেই ওভারওয়েট মানুষদের ওজন কমে যাবে সাত তাড়াতাড়ি। আজ সেই স্বপ্ন সত্যি হয়ে গেছে।
এখানে রইলো এই টপিকের বাংলা ভার্সন
For the English Version of this topic click here
👉🏾 নভেম্বর ২০২৩ এ পৃথিবীর সাক্ষী হয়েছে এক যুগান্তকারী ওষুধের। টির্যাপ্যাটাইড ওষুধ ছাড়পত্র পেয়েছে পৃথিবীর প্রথম অফিসিয়াল ওজন কমানোর ওষুধ হিসেবে। যাকে বলা হয় ফার্স্ট ইন ক্লাস।
বহুদিন থেকেই আমরা স্বপ্ন দেখেছি একটা ছোট্ট ওষুধ যেটা খেয়ে ফেললেই ওভারওয়েট মানুষদের ওজন কমে যাবে সাত তাড়াতাড়ি। সকালে উঠে হাঁটা নেই, ঘাম ঝড়িয়ে ব্যায়াম নেই, ডায়েট করার রেস্ট্রিকশন নেই, সোফায় বসে বসে সুন্দর কমে যাবে ওজন। আজ সেই স্বপ্ন সত্যি হয়ে গেছে।👉🏾 ক্যান্সারের ডাক্তার হিসেবে আমরাও বহুদিন প্রতীক্ষা করেছিলাম ওজন কমানোর আরো ভালো চিকিৎসার । কেন? একটা সিংহভাগ গাইনোকলোজিক্যাল ক্যান্সারে কারণ মহিলাদের ওজন বেশি থাকা। স্বপ্নের এই ওষুধ কিভাবে কাজ করে? কোথায় পাওয়া যায়? আর এর ভালো দিক মন্দ দিক, সবকিছুই রইলো ছোট্ট করে।
২০১৬ সালে টির্যাপ্যাটাইড বলে এই কেমিক্যালটির পেটেন্ট নেয় আমেরিকার এক বিখ্যাত ডায়াবেটিস ওষুধ প্রস্তুতকারক সংস্থা। মে ২০২২ এ FDA এপ্রুভাল পায় এটা ডায়াবেটিসের ওষুধ হিসেবে। তার কিছুদিন বাদে ইউরোপেও এই ওষুধ স্বীকৃতি পায়।
তারপর থেকে ডায়াবেটিসের ওষুধ হিসেবে এই ওষুধটা চলছিল। কিন্তু বোমা ফাটলো ৪ঠা জুন ২০২২ এ যখন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হলো সম্পূর্ণ নতুন এক রিসার্চ এর ফলাফল।
👉🏾 প্রমাণিত হলো সপ্তাহে একটা করে টির্যাপ্যাটাইড এর ডোজ দিলেই ২০ শতাংশেরও বেশি ওজন কমে যাচ্ছে। মানে পাঁচ ভাগের এক ভাগ ওজন কমে যাচ্ছে কয়েক দিনের মধ্যেই।
👏🏽 তারপরে যা হওয়ার তাই। শুরু হলো জয়জয়কার।
ওভারওয়েট হয়ে যাওয়া মানুষ, ওবিসিটি বা স্থূলতা নিয়ে আমেরিকার নাজেহাল অবস্থা। 70% এরও বেশি মানুষ সে দেশে ওভারওয়েট, আর তার হাত ধরে ধরে বাড়ছে ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের অসুখ, লিস্টের শেষ নেই। তাই দেরি না করে নভেম্বর ২০২৩ এ টির্যাপ্যাটাইডকে পৃথিবীর সর্বপ্রথম ওজন কমানোর ওষুধ হিসেবে এপ্রুভাল দিল FDA ।
🤔 এটা ঠিক কিভাবে কাজ করে?
আসলে টির্যাপ্যাটাইড GLP-1 এই গ্রুপের মধ্যে পড়ে। এরমধ্যে সেমাগ্লুটাইড বলে একটি ওষুধ ভারতবর্ষেও পাওয়া যায়। কিন্তু সেটা ডায়াবেটিসের ওষুধ হিসেবে ব্যবহার হয়। এই GLP-1 ওষুধগুলো শরীরে নানা রকম ভাবে কাজ করে। আর তার একটি সাইডএফেক্ট আছে,
মেডিকেল সাইন্স এর ইতিহাসে বহু ওষুধই তার এফেক্ট থেকে সাইডএফেক্ট এর জন্য বেশি বিখ্যাত। যেমন DUPHALAC বা LACTULOSE বলে এক ধরনের ওষুধ লিভার প্রটেকশনের জন্য প্রথম ব্যবহার হয়ে থাকলেও আজ মানুষ তার সাইডএফেক্ট কে কাজে লাগিয়ে পটি নরম করে পটি করে। টির্যাপ্যাটাইডও তাই, তার ডায়াবেটিসের সুগার কন্ট্রোলে যতটা না খ্যাতি তার থেকে বেশি খ্যাতি তার সাইডএফেক্টে।
এই সাইডএফেক্ট এ মানুষের খিদে যায় চলে, আর খাবার খাওয়ার জন্য মানুষ অত আকুপাকু করে না। সামনে বিরিয়ানি, কাবাব দেখলেও খেতে ইচ্ছে করে না। ভীম নাগের সন্দেশ, নকুরের মিষ্টি, এমনকি তেওয়ারির কাজু বরফিও আমাদের আর আকর্ষণ করবে না এই টির্যাপ্যাটাইড খেলে। ফলস্বরূপ আস্তে আস্তে ওজন কমতে শুরু করবে। ব্যাস তাহলেই কেল্লাফতে। ক্লাস টুয়েলভের জামা কাপড় আবার ফিট করে যাবে।
🧚🏽♀️ তাহলে সত্যিই কি এই ওষুধ সেই রূপকথার মত, যার পুরোটাই ভালো?
অবশ্যই না, টির্যাপ্যাটাইড ওষুধ খেতে হলে নানা রকম সতর্কতা মাথায় রাখা প্রয়োজন। বেশ কিছু প্রশ্নের জবাব পাওয়া এখনো বাকি।
😤 মোটা মানে কি সেই শুধু বেশি খেয়ে মোটা হয়েছে? এইরকম জাজমেন্টাল কথা আমরা যত তাড়াতাড়ি ভুলে যাই ততই ভালো।
👉🏾 কারণ মোটা হওয়ার পেছনে থাকে মেটাবলিজমের গন্ডগোল, মোটা মানেই লোভী আর সামলাতে না পেয়ে খেয়ে যাওয়া এই ধরনের ভাবধারা পাল্টানোর সময় এসেছে। সুতরাং যারা অল্প খেয়েও ওজন কমাতে পারেন না তাদের কি হবে?
খেয়ে শুধু আমরা মোটা হই ব্যাপারটা তেমনি নয়। খেয়ে মানুষের শরীরের একটি বেসিক প্রয়োজন মেটে সেটা হল নিউট্রিশনের প্রয়োজন। আবার খাবারের মাধ্যমে আসে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এমনকি প্রচুর ধরনের ভিটামিন, মিনারেল এবং ফাইবার। 👉🏾 টির্যাপ্যাটাইড যদি সত্যি আমাদের খাবারের ইচ্ছে কমিয়ে দেয়, তাহলে আমাদের এই পুষ্টিগুলো আসবে কোথা থেকে?তাই ওজন কমলেও অসুস্থ হয়ে পড়বো না তো শেষে?
টির্যাপ্যাটাইড খেয়ে যদি ওজন কমে যায় তাহলে কি বন্ধ হয়ে যাবে এক্সারসাইজ, মর্নিং ওয়াকের মত শারীরিক ফিটনেস রাখার উপায়গুলো? যদি কেউ সেটা বন্ধ করে দেন সেটার মত দুর্ভাগ্যজনক ব্যাপার আর কিছু হবে না।
👉🏾 কারণ এক্সারসাইজ শুধু ওজন কমানোর জন্য নয়, এক্সারসাইজ মানুষের ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে, মানুষের মেজাজকে রাখে তরতাজা, ঘুমোতে সাহায্য করে, এমনকি ডিপ্রেশনের ওষুধও এক্সারসাইজ।
😱 টির্যাপ্যাটাইড নিয়ে এত মাতামাতির পেছনে কোন আর্থিক অভিসন্ধি নেইতো?
👉🏾 ডায়াবেটিস যেহেতু মহামারী সেজন্য পৃথিবীর সব দেশের একটা চাপ থাকে যাতে ওষুধ কোম্পানিগুলো ডায়াবেটিসের ওষুধের দাম বেশি না করে দিতে পারে। এদিকে ডায়াবেটিসের ওষুধ যখন ওজন কমানোর ওষুধের মোড়কে বিক্রি হবে তখন নিয়মের এই ফাঁক গোলে কোম্পানিগুলো অনেক বেশি দামে টির্যাপ্যাটাইড বিক্রি করবে না তো? ভারতবর্ষের ফার্মাসিতে এখনো টির্যাপ্যাটাইড পাওয়া যাচ্ছে না তবে আনুমানিক খরচ মাসিক ৮৩ হাজার টাকারও বেশি।
সাইডএফেক্ট গুলোর দিকে নজর রাখা প্রয়োজন।
👉🏾 শোনা যাচ্ছে টির্যাপ্যাটাইডে অল্প হলেও থাইরয়েড ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়ছে, এছাড়াও আরো হরেক রকমের সাইডএফেক্ট আছে। সুতরাং এই ধরনের শর্টকাট ওষুধ খেতে হলে আগে জেনে নিন তার ভালো দিক মন্দ দিক দুটোই। তারপর দুদিকে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি নিজেই।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: Tirzapatide weight loss Mounjaro Zepbound GLP-1 FDA








