কল্পোস্কোপি কী ? (Colposcopy)
Colposcopy কী ?
ভ্যাজাইনার মাধ্যমে সার্ভিক্স বা ইউটেরাসের মুখকে বিশদে চোখে দেখে পরীক্ষা করার নাম কল্পোস্কোপি।
কল্পোস্কোপ দেখতে বড় Magnifying Glass-এর মতো।
এই পরীক্ষার মাধ্যমে ডাক্তারেরা সার্ভিক্সের পলকা লাইনিংয়ের টিস্যু খুব কাছ থেকে দেখতে পান। কল্পোস্কোপি সাধারনত Abnormal Cervical Screening Test (Smear Test) এর পরে করা হয়ে থাকে।
কল্পোস্কোপি কেন করার দরকার হয় ?
সার্ভিক্সের টিস্যুতে কোনো পরিবর্তন ঘটেছে কিনা তা দেখবার জন্য কল্পোস্কোপি করা হয়। যাতে সঠিক চিকিৎসার মাধ্যমে সার্ভিক্সের টিস্যুকে পরবর্তীকালে ক্যান্সারে পরিণত হওয়া থেকে বাঁচানো যায় । Abnormal Cervical Screening Test (Smear Test) হওয়া মানেই এটা নয় যে সব পেশেন্টের ক্যান্সার হয়েছে।
কল্পোস্কোপ দিয়ে পরীক্ষা করবার সময় শরীরে কোনো কাটা-ছেঁড়া করা হয় না। এই পরীক্ষাতে পেশেন্টের কোনো রকম ব্যথা হয় না। এমনকি পরীক্ষা হওয়ার দিনই আপনি আপনার বাড়িতে ফিরে যেতে পারেন। এই পরীক্ষায় ভয় পাওয়ার কোন কারণ নেই।
আপনার যদি অ্যাবনরমাল স্মিয়ার থাকে তবেই আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী আপনার কল্পোস্কোপি করা হবে। পাশ্চাত্যের দেশগুলোতে ২৫ বছর বয়েস থেকে সুস্থ মহিলাদের স্মিয়ার করানো হয়। আমাদের মত উন্নয়নশীল দেশে এর চল নেই। (স্মিয়ার কী এবং কেন হয় তা জানতে আমাদের অন্য আরেকটি তথ্য-সঙ্কলন রয়েছে। জিজ্ঞেসা করলে তার লিঙ্ক দিয়ে দেবো।) তাই আমাদের উপমহাদেশে এবনরমাল স্মিয়ার ছাড়াও অন্যান্য আরও কিছু সমস্যার জন্য কল্পোস্কোপি করার দরকার হতে পারে।
কল্পোস্কোপি কী Pregnancy তে নিরাপদ ?
আপনার যদি স্মিয়ার-এর রুটিন Up to date না থাকে, তাহলে ফার্টিলিটি ট্রিটমেন্ট চলার সময়েই সার্ভাইক্যাল স্মিয়ার পরীক্ষা করা হয়। যাতে প্রেগনেন্সির সময়, আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয়। তবে কিছু ক্ষেত্রে প্রেগনেন্সিতেও স্মিয়ার করার প্রয়োজন হয় এবং স্মিয়ারের রিপোর্ট অ্যাবনরমাল-ও থাকতে পারে। সে সেক্ষেত্রে আপনাকে কল্পোস্কোপি করতে পরামর্শ দেন ডাক্তার।
রুটিন কল্পোস্কোপি এবং এজাতীয় চিকিৎসা, ফার্টিলিটি বা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাকে কোনোভাবে প্রভাবিত করে না।
আমি আমার Colposcopy Appointment জন্য কীভাবে প্রস্তুতি নেব ?
পরীক্ষা করতে যাবার সময় কোনও রকম স্ট্রেস নেবেন না। রুমে ডাক্তার নার্স যারাই থাকবেন তাঁরা খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে এ পরীক্ষা করে থাকেন।
আপনি যদি চান কোন বন্ধু বা কোন আত্মীয়কে অ্যাপয়েন্টমেন্টের দিন আপনার সঙ্গে আনতে পারেন।
আমরা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো এবং কেন আপনাকে সেই প্রশ্নগুলি করা হচ্ছে তার ব্যাখ্যা দেব। কেন আপনি কল্পোস্কোপি করাচ্ছেন এবং এই পরীক্ষাটি করলে কীভাবে আপনার রোগটি আমরা ভালোভাবে বুঝতে পারব, এই সবকিছুর উত্তর আমরা আপনাকে দেব।
কল্পোস্কোপির প্রথম ভাগ কিন্তু স্মিয়ার টেস্টের মতো একই রকম। যদি আপনার আগে কোন স্মিয়ার টেস্ট হয়ে থাকে এবং সেটা যদি আপনার অস্বস্তিকর লেগে থাকে তবে সেই ঘটনাটিও আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমরা অবশ্যই সেই কথা মাথায় রাখবো।
এই পরীক্ষাটি করার সময় আপনার যদি পিরিয়ড হয়, তাতে কোনরকম অসুবিধে হয় না। তবে আপনার যদি খুব বেশি মাত্রায় পিরিয়ডে ব্লিডিংয়ের সমস্যা থাকে, এরপরেও যদি আপনি পিরিয়ডের সময় পরীক্ষা করতে অস্বস্তি বোধ করেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
ঢিলে-ঢালা জামা যা আপনার জন্য আরামদায়ক, সেরকম পোশাক পরে আসুন। স্কার্ট- ও চলতে পারে।
আপনার সঙ্গে একটা পরিষ্কার স্যানিটারি টাওয়েল নিয়ে এলে ভালো।
পরীক্ষা চলাকালীন একজন নার্স আপনার সঙ্গে থাকবেন।
জেনে নিনঃ এই তথ্য-সঙ্কলন শুধু সাধারণ কল্পোস্কোপির জন্য। কিছু কল্পোস্কোপির সঙ্গে বায়প্সি বা LLETZ বলে একধরনের প্রসিডিওর করার প্রয়োজন। এই প্রক্রিয়ার ধরন আলাদা। আপনি ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করে নিন।
মানুষের শরীর ও মনের চিকিৎসার বিজ্ঞান-ভিত্তি অত্যন্ত জটিল এবং সব কিছু এখনও আবিষ্কার-ও হয়নি। তা ছাড়াও, প্রত্যেক রোগী একে অপরের থেকে আলাদা, তাঁর ব্যক্তিগত ইচ্ছা- অনিচ্ছা ও তাঁর অসুখও অন্যের থেকে আলাদা হতে পারে। প্রত্যেকের জন্য আলাদাভাবে এই তথ্যপুস্তিকা লেখা জটিল এবং সেই কারণেই এই সংকলন ডাক্তারবাবুর সাথে খোলাখুলি আলোচনার বদলি নয়। আমরা কঠোর ভাবে বিশ্বাস করি যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে, একজন প্রাপ্তবয়স্কোা রোগিণীর মনের সব প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন আছে, তাই হাসপাতালে নিজেকে ভর্তি করবার আগে ডাঃ মানস চক্রবর্তী কে সব জিজ্ঞেস করে উত্তর নিয়ে নিন। যদি কোনো প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে বা ওনার কাছে অজানা থাকে তাও সেটা উনি আপনাদের খোলাখুলি বলবেন। আপনার যদি মনে হয় এই পুস্তিকাতে আরো কিছু তথ্য সংযোজন করা প্রয়োজন তা আমাদের জানান, আমরা আপনার কথা জানতে চাই।
কৃতজ্ঞতা স্বীকারঃ দেশ বিদেশের নানা বই ও তথ্যসূত্র, সৌকান্তা ও সঞ্চারী।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tools: Colposcopy Cervix Pap smear LLETZ




আই এইচ সি টেস্টটির সম্বন্ধে জানতে চাই। এটি কোন ক্যান্সারের ক্ষেত্রে কি কি তথ্য প্রদান করে।