এন্ডোমেট্রিওসিসের ডায়াগনসিস
এন্ডোমেট্রিওসিস এর লক্ষণ গুলি এতটাই বিভ্রান্তিকর যে এর শুধু উপসর্গ দিয়ে এটিকে ডায়াগনসিস করা যায় না। এন্ডোমেট্রিওসিস চিকিৎসার প্রথম ধাপ এন্ডোমেট্রিওসিস ডায়াগনসিস
এন্ডোমেট্রিওসিস চিকিৎসার প্রথম ধাপ এন্ডোমেট্রিওসিস নির্ণয়
এন্ডোমেট্রিওসিস চিকিৎসার প্রথম ধাপ নির্ণয় করা খুবই কঠিন কারণ :-
এন্ডোমেট্রিওসিস এর লক্ষণ গুলি এতটাই বিভ্রান্তিকর যে এর শুধু উপসর্গ দিয়ে এটিকে ডায়াগনসিস করা যায় না।
লক্ষণগুলি সাধারণত ব্যথা বা অস্বস্তি নিয়ে আসে। এগুলো অনেক সময় গ্যাসের সমস্যা বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি) বা তলপেটে প্রদাহের (ইনফ্লামেশন) মত কিছু অসুখের ছদ্মবেশেও আসতে পারে।
এই ধরনের লক্ষণগুলো আলোচনা করার পাশাপাশি পেটের পরীক্ষা বা গাইনোকোলজিক্যাল ইন্টার্নাল (ভ্যাজাইনাল) এক্সামিনেশন করেও চিকিৎসার দিক নির্ণয়ের জন্য ডাক্তারবাবু নানা প্রয়োজনীয় তথ্য খুঁজে খুঁজে পেতে পারেন। তিনি এই ধরনের এক্সামিনেশনে কোন অঙ্গ ফুলে আছে কিনা, পেটে ঠিক কোথায় ব্যথা, ইউটেরাস আঠার মত পাশের অঙ্গ গুলি সাথে লেগে আছে কিনা এই ধরনের নানা রকমের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন।
কখনো কখনো পটির রাস্তার পরীক্ষা বা রেকটাল এক্সামিনেশন করার দরকার হয়। এই ধরনের কোন প্রয়োজন হলে ডাক্তারবাবু পরীক্ষা করার আগে আপনার সাথে কথা বলে নেবেন।
অন্য কোন ধরনের পরীক্ষা করতে বলা হয় ?
🌀 আল্ট্রাসাউন্ড:
ইউটেরাস এবং ওভারির পরীক্ষা করার জন্য আপনাকে পেলভিক আল্টাসাউন্ড স্ক্যান করতে বলা হতে পারে। এক্ষেত্রে ভ্যাজাইনা দিয়ে এক বিশেষ ধরনের আল্ট্রাসাউন্ড স্ক্যান করার দরকার হতে পারে। যাতে ইউটেরাস এবং আশেপাশের অঙ্গ গুলিকে আরো কাছে থেকে আল্টাসাউন্ড যন্ত্র পরীক্ষা করতে পারে।
এই ধরনের স্ক্যানে বিশেষ ধরনের তৈরি করা সরু মসৃণ প্রোব ভ্যাজাইনার ভিতরে ঢুকে পরীক্ষা করে থাকে।
কিছু বিশেষ ধরনের এন্ডোমেট্রিওসিস যেমন ইউটেরাস এর মাসেলের মধ্যে এডিনোমায়োসিস বলে এক ধরনের এন্ডোমেট্রিওসিস এবং ভ্যাজাইনা ও পটির রাস্তার মাঝখানে এন্ডোমেট্রিওসিস অংশগুলি দেখার জন্য এই ট্রান্সভ্যাজাইনাল আলট্রাসাউন্ড স্ক্যানের জুড়ি নেই।
তবে এন্ডোমেট্রিওসিস কখনো কখনো এতটাই সুক্ষ থাকে যে স্ক্যান নরমাল হওয়া মানেই, এমন নয়, যে এন্ডোমেট্রিওসিস নেই।
🌀 এম আর আই স্ক্যান:
এম আর আই এমন এক শক্তিশালী স্ক্যান যা শরীরের আশেপাশে এক চুম্বক ক্ষেত্র তৈরি করে শরীরের মধ্যে জলের অণুগুলো কিভাবে কাঁপে, তার থেকে এক ধরনের বিশেষ ছবি তোলে। এই ধরনের স্ক্যান কোন রেডিয়েশন ব্যবহার করা ছাড়াই হয়ে থাকে।
যখন জটিল এন্ডোমেট্রিওসিস এর সমস্যা সন্দেহ হয় তখন এম আর আই স্ক্যান করা হয়। খরচ খানিকটা বেশি হলেও এতে আল্ট্রা সাউন্ড এর থেকে আরো বিশদে ছবি পাওয়া যায়।
🌀 ল্যাপারোস্কোপি:
কখনো এন্ডোমেট্রিওসিসের সমস্যা এরকম হয়ে থাকে যে, খুব সন্দেহ থাকলেও আল্ট্রাসাউন্ড বা এমআরআই স্ক্যান থেকে এন্ডোমেট্রিওসিসের সমস্যা তীব্রতা সম্পর্কে সম্যক ধারণা করা যায় না। সেক্ষেত্রে ল্যাপারোস্কপি নামের এক সার্জারির প্রয়োজন হয়।
এতে সাধারণত অ্যানাসথেসিয়া দেওয়ার পর, পেটে এক পাতলা সরু ক্যামেরা ঢুকিয়ে তলপেটের অংশগুলোকে সামনা সামনি পরীক্ষা করা সম্ভব হয়। আপনার যদি এই ধরনের পরীক্ষার প্রয়োজন হয় ডাক্তারবাবু নিশ্চয়ই এর অপশন আপনার সামনে আলোচনা করবেন।
বলে রাখা দরকার কিছু কিছু এন্ডোমেট্রিওসিসের ট্রিটমেন্ট হয় ল্যাপেরোস্কপির মাধ্যমে কিন্তু এক্ষেত্রে আমরা যে ল্যাপরোস্কপির কথা বললাম সেটা এন্ডোমেট্রিওসিসের ডায়াগনোসিস বা নির্ণয়ের জন্য করা হয়। এই জন্য একে বলা হয় ডায়াগনস্টিক ল্যাপারোস্কপি।
এই ল্যাপারোস্কপি, ট্রিটমেন্ট ল্যাপারোস্কপির থেকে খানিকটা আলাদা।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: IBS PID Vagina Rectal Examination MRI Endometriosis Masterclass





