HPV ভ্যাকসিন ( সার্ভিক্স ক্যান্সার ভ্যাকসিন )
সঠিক সময় যে টিকা সঠিক ডোজে নিলে সার্ভিক্স ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করে দিতে পারে এই ইনজেকশন। গল্প গুজব রটনা বা কারোর কোন ব্যক্তিগত মতামত নয় প্রকৃত রিসার্চ ।
এখানে রইলো এই টপিকের বাংলা ভার্সন
For the English Version of this topic click here
গল্প গুজব রটনা বা কারোর কোন ব্যক্তিগত মতামত নয়। প্রকৃত রিসার্চ কি বলছে ? যাকে বলা হয় এভিডেন্স বেসড মেডিসিন। সেসব রইলো এখানে।
💉 Cervix ক্যান্সার ভ্যাকসিন কি?
👉🏾 এ এক ধরনের টিকা। সঠিক সময় যে টিকা সঠিক ডোজে নিলে সার্ভিক্স ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার অনেকটাই প্রতিরোধ করে দিতে পারে এই ইনজেকশন। নিয়মিত প্যাপ স্মিয়ারের সাথে যুক্ত হলো এই ভ্যাকসিন।
👉🏾 পোলিও টিটেনাসের ভ্যাকসিন এর মতোই পৃথিবীর উন্নত দেশগুলোতে এই ভ্যাকসিন সব বাচ্চা মেয়েদের দেওয়া হচ্ছে বহু বছর ধরে। ভারতবর্ষে এ নিয়ে কথাবার্তা বা শোরগোল শুরু হয়েছে সম্প্রতি পার্লামেন্টের বাজেট বক্তৃতার পরে।
👉🏾 মনে রাখা দরকার এই ভ্যাকসিন কিন্তু শরীরের প্রত্যেকটি ক্যান্সারকে ঠেকাতে পারে না, তবে সার্ভিক্স ক্যান্সার ঠেকাতে এর জুড়ি নেই।
🤷🏽♀️ সার্ভিক্স ক্যান্সার কি?
পুরো জরায়ু বা ইউটেরাসও নয়, জরায়ুর মুখের এক চিলতে জায়গা মাত্র এক ইঞ্চি। তার নাম সার্ভিক্স।
এই অর্গান নিয়ে আরো জানতে হলে আমাদের ভিডিওর লিংক এবং লেখার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে রইল। দেখে নেবেন।
👉🏾 বাচ্চার রাস্তা, বার্থ প্যাসেজ বা ভ্যাজাইনার ক্যানাল দিয়ে বাইরের দিক থেকে ইউটেরাসের দিকে পৌঁছলেই সামনেই ইউটেরাস এর দ্বার রক্ষী এই সার্ভিক্স। ল্যাটিন ভাষায় সার্ভিক্স কথাটির অর্থ নেক বা ঘাড়।
👉🏾 এ্যানাটমী বইয়ের ড্রয়িং এ এই সার্ভিক্স কে ইউটেরাস এর ঘাড় বা গলা বলে মনে হয়। cervical কথাটি cervix এর বিশেষণ। সুতরাং cervix ক্যান্সার বা cervical ক্যান্সার এক।
👉🏾 কখনো কখনো আল্ট্রাসাউন্ড বা সিটি স্ক্যানে মানুষের দেহের গলার কিছু অর্গানকে cervical বলে লেখা হয়, দুটো গুলিয়ে ফেলবেন না।🦠 HPV কী?
একটা ভাইরাস। HPV কথাটির পুরো অর্থ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। 👉🏾 এই ভাইরাস আমাদের শরীরের ভাড়াটে। প্রতি চারজনের মধ্যে তিন জনের শরীরেই এই ভাইরাস আছে। তার কোন সিম্পটম নেই। কোন এন্টিবায়োটিক খেলেও এই ভাইরাসকে মারা সম্ভব নয়।
👉🏾 পৃথিবীর অন্যান্য ভাইরাস থেকে এই ভাইরাসটা আলাদা। তার কারণ এই 200 টি HPV ভাইরাসের মধ্যে 13 ধরনের HPV ভাইরাস মানুষের শরীরের নানা রকম ক্যান্সার তৈরি করতে পারে। তার মধ্যে সবথেকে বেশি সংখ্যায় তৈরি হয় মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার।
👉🏾 পৃথিবীর সব দেশেই HPV ভাইরাস থাকলেও উন্নত দেশগুলোতে বহু দশক ধরে নিয়মিত pap smear করার অভ্যাস এবং ইদানিং HPV ভ্যাকসিনের কারণে Cervical ক্যান্সার আর হয় না বললেই চলে।
👉🏾 বিশ্বের ৮৫ শতাংশ সার্ভাইকাল ক্যান্সার হয় ভারতবর্ষ এবং আফ্রিকার মত উন্নয়নশীল দেশগুলোতে। এই ক্যান্সার যেহেতু অল্প বয়সে মহিলাদের হয়, তাই পৃথিবীর সামগ্রিক অর্থনীতিতে সার্ভাইকাল ক্যান্সারের আঘাত সব থেকে বেশি।
2010 এর Goldstein সাহেবের রিসার্চে এ কথা জলের মতো পরিষ্কার। 2008 সালে জার্মান বিজ্ঞানী হ্যারল্ড জার হাউসেন কে নোবেল পুরস্কার দেওয়া হয় HPV ভাইরাসের সাথে সার্ভাইকাল ক্যান্সারের লিংক আবিষ্কার করার জন্য।
👉🏾 HPV ভাইরাস মহিলাদের সার্ভাইকাল ক্যান্সার ছাড়াও, ভালভা এবং ছেলেদের পেনিস ক্যান্সার তৈরি করে। এছাড়াও আরো কিছু ক্যান্সার আছে যেটা পুরুষ বা মহিলার দুজনেরই হতে পারে। এর মধ্যে রয়েছে গলার কিছু ক্যান্সার, এবং পায়ু-দ্বার বা অ্যানাল-ক্যানালের ক্যান্সার।
🤔 এই ভ্যাকসিন কি নতুন?
👉🏾 ভারতবর্ষে এই নিয়ে হুল্লোর মাতামাতি ইদানীং শুরু হলেও মেডিকেল রিসার্চের নিরিখে এই ভ্যাকসিন পুরনো । এই ভ্যাকসিন প্রথম তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ার University of Queensland এ।
2006 সালে এটা FDA এপ্রুভাল পায়। তারপরে ইংল্যান্ড, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউরোপের বহু দেশ এবং কানাডায় লক্ষ কোটি বাচ্চা মেয়েরা এই ভ্যাকসিন পেয়ে গেছে।
👉🏾 অস্ট্রেলিয়া তে এই ভ্যাক্সিন ছেলেদেরও দেওয়া শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে পৃথিবীর উন্নত দেশগুলোতে মেয়েদের সাথে ছেলেদেরও এই ধরনের ভ্যাকসিন দেওয়া হবে। কারণ ছেলেদেরও নানা ক্যান্সার তৈরি করে HPV ।
👧🏽 কোন বয়সে দিতে হয় এই ভ্যাকসিন?
👉🏾 এই নিয়ে নানা মুনির নানা মত। অনেকেই নিজের ব্যক্তিগত মতামতকে এতটাই আত্মবিশ্বাসের সাথে বলেন যে মনে হয় সেটাই বোধহয় আন্তর্জাতিক নিয়ম। কিন্তু আর বিভ্রান্তি নয়।
আজকে এই তথ্য সরাসরি তুলে নিয়ে আসছি আমেরিকার সেন্ট্রাল অফ ডিজিস কন্ট্রোল বা CDC রেকমেন্ডেশন থেকে আপডেটেড অন 9 ফেব্রুয়ারি 2024।👉🏾 এই ভ্যাকসিন দেওয়ার কথা 11 থেকে 12 বছর বয়সীদের। যদিও 9 বছর বয়স থেকে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। যাদের ছোটবেলায় এই ভ্যাকসিন এর সুযোগ ছিল না তারা 26 বছর বয়স পর্যন্ত এই ভ্যাকসিন নিতে পারেন।
👉🏾 27 বছর বয়স থেকে আর এই ভ্যাকসিন নেওয়ার তেমন কোন যৌক্তিকতা নেই। যদিও 27 থেকে 45 বছর বয়স পর্যন্ত ডাক্তারের পরামর্শে এবং পেশেন্টের ব্যক্তিগত ইচ্ছের কারণে এই ভ্যাকসিন দেওয়া যেতে পারে। এই পর্যন্ত বলেছে CDC।
🙄 ভ্যাকসিনের ডোজ কি রকম?
তিনটে কোম্পানির চার ধরনের ভ্যাকসিন রয়েছে। প্রতিটি ভ্যাকসিনের ক্ষেত্রে ডোজের ধরন ধারণ একটু আলাদা।
তাই ডাক্তার বাবুর সাথে পরামর্শ করে নিন। সাধারণত 12 বছর বয়সের মধ্যে নিলে দুটো ডোজ নিতে হয়। তারপর থেকে দরকার হতে পারে তিনটি ডোজের।
যেহেতু ওষুধ গুলোর রিসার্চের খরচ বেশি ছিল। তাই এ ভ্যাকসিনের দাম বেশি।
তাই জাতীয় অর্থনীতি পরিবর্তিত করে প্রতি দেশের বিজ্ঞানীদের সিদ্ধান্ত। তাই কিছু দেশ ভালো মন্দ বিচার করে একটা বা দুটো ভ্যাকসিনেই ডোজ শেষ করে দেন।
আর কিছু বৈজ্ঞানিক রেকমেন্ডেশন বলে সবথেকে ভালো কার্যকরী হতে হলে 13 বছর জন্মদিনের পর থেকে তিনটে ডোজ নিলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। তাই ডাক্তার বাবুর সাথে পরামর্শ করে নিন।
💉 কত ধরনের ভ্যাকসিন আছে?
ভারতবর্ষে তিনটি কোম্পানির 4 ধরনের নামের ভ্যাকসিন পাওয়া যায়। প্রতিটিই HPV এর বিরুদ্ধে কাজ করে।
প্রথমেই বলেছি প্রায় 200 টিরও বেশি HPV সাবটাইপ রয়েছে, এর মধ্যে 13 টি HPV ক্যান্সার তৈরি করে । এর মধ্যে দুটো HPV - 16 আর 18 নম্বর সবথেকে বেশি ক্ষতিকর। 👉🏾 সার্ভিক্স ক্যান্সারের ভ্যাকসিন হতে গেলে অন্তত এই দুটো HPV র বিরুদ্ধে তাকে লড়াই করতেই হবে। আর কিছু ভ্যাকসিনের মধ্যে এই দুটো ছাড়াও HPV 6 নম্বর আর 11 নম্বর এর বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়া হয়।
এই 6 আর 11 এর সাথে সার্ভাইকাল ক্যান্সারের সাথে কোন সম্পর্ক নেই। এটা পটির রাস্তার আঁচিল বা ওয়ার্ট এর বিরুদ্ধে কাজ করে।
👉🏾 একদম নতুন ধরনের এক ভ্যাকসিন 9টা HPV ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। বলাই বাহুল্য এই ভ্যাকসিন সার্ভিক্সের ক্যান্সার, পেনিস ,পটির রাস্তা ,এবং গলার, কিছু ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে।
16 এবং 18 নম্বর HPV ভাইরাস যা সার্ভাইকাল ক্যান্সার তৈরি করে তার জন্য কভারেজ পাবেন সার্ভারিক্স,গার্ডাসিল এবং ভারতের নিজস্ব তৈরি সার্ভাভ্যাক- এ। আর ন ধরনের HPV ভাইরাসের প্রটেকশন পেতে হলে গার্ডাসিল-9
👉🏾 হাতে টাকা থাকলে কমপ্লিট করুন গার্ডাসিল-9, যেটা এখন ইংল্যান্ডের বাচ্চাদের দেওয়া হচ্ছে। আর গার্ডাসিল-9 দেওয়া সম্ভব না হলেও, সার্ভারিক্স,গার্ডাসিল বা সার্ভাভ্যাক এই তিনটের কোন একটা নিলে সারভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারবেন।
👉🏾 ভারতবর্ষে কোনোদিন যদি সরকারের থেকে সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হয় তাহলে তা হয়তো হবে দেশীয় সার্ভাভ্যাক।
💰 ভ্যাকসিনের দাম কত?
👉🏾 প্যাকেটের ওপর মুদ্রিত দাম এখানে দিয়ে দিলাম। আপডেটেড দাম আমাদের এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে।অবশ্যই এর পরেও অনলাইনে কিনলে আপনি খানিকটা ডিসকাউন্ট পেতে পারেন।
👉🏾 এই দামগুলো এক এক বারের ইনজেকশন এর ওষুধের দাম।এই ওষুধগুলো যেহেতু পাইকারি হারে তৈরি হয়। এবং এক একটি আম্পুলের পেছনে উল্লেখযোগ্য কোনো মানবিক মুন্সিয়ানা দরকার হয় না, তাই আশা রাখবো ভবিষ্যতে ভ্যাকসিন গুলোর দাম আরো কমতে থাকবে।
👉🏾 আসলে দামের সিংহভাগটা জুড়েই থাকে অতীতে হওয়া রিসার্চের খরচ তুলে নেওয়ার পদ্ধতি। তাই আস্তে আস্তে দাম কমতে থাকে।
🥺 এই ভ্যাকসিন কি ১০০ শতাংশ কার্যকরী?
মেডিক্যাল সাইন্স এর ডিকশনারি তে শূন্য শতাংশ বা 100% বলে কিছু হয় না। তাই পৃথিবীর কোন ওষুধ ইনজেকশন ভ্যাকসিন এর মত, এই ভ্যাকসিনও 100 শতাংশ কার্যকরী নয়।
HPV র বিরুদ্ধে এই ভ্যাকসিন উল্লেখযোগ্য ভাবে সক্রিয় এবং মানুষের মৃত্যুর হার এতটাই কমিয়ে দেবে যে WHO স্বপ্ন দেখছেন যে সার্ভাইকাল ক্যান্সারের সমস্যাকে এই ভ্যাকসিনের প্রভাবে কয়েক দশকের মধ্যেই একদম নগণ্য করে ফেলা যাবে।
তবে সার্ভাইকাল ক্যান্সার কোনদিনই স্মল পক্সের মতো নির্মূল হয়ে যাওয়ার নয়। কারণ HPV ছাড়াও বিরল কিছু প্রজাতির সার্ভাইকাল ক্যান্সার তৈরি হয়।
এই ধরনের বিরল ধরনের সার্ভাইকাল ক্যান্সার গুলির ওপরে বিজ্ঞানীরা ভবিষ্যতে কড়া নজর রাখতে চলেছে।
তাই HPV ভ্যাকসিন নিলেও, নিয়মিত ব্যবধানে pap smear করিয়ে যেতে ভুলবেন না।
Pap smear কি এই নিয়ে আমাদের লেখা এবং ভিডিওর লিংক রইল নিচে।
🤞🏽 এই ভ্যাকসিন কি নিরাপদ?
👉🏾 গত দু দশক ধরে সার্ভাইকাল ক্যান্সারের কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। এবং এটা সন্দেহাতীত ভাবে বলা যায়, আর পাঁচটা ভ্যাকসিনের মতোই HPV ভ্যাকসিন নিরাপদ।এবং এর থেকে ভবিষ্যতে অন্যরকম কোন ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
গার্ডাসিল,সার্ভারিক্স এবং গার্ডাসিল-9 এর উপরে পৃথিবীতে বহু গবেষণা হয়েছে। এই ধরনের গবেষণার ফলাফল Peer Reviewed জার্নালে প্রকাশিত হয়েছে।
2020 সালের ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি গবেষণায় এর কার্যকারিতা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে।
👉🏾 ভারতবর্ষের সার্ভাভ্যাক ভ্যাকসিন তৈরি হতে শুরু হয়েছে সবে 2022 সাল থেকে। এই নিয়ে রিসার্চ পেপার প্রকাশিত হতে কালের নিয়মেই আরো কিছু বছর সময় লাগবে।
👉🏾 এই ধরনের ভ্যাকসিনগুলোকে দিয়ে মানুষের ওপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এই ধরনের গুজবে আর কান দেবেন না।
👉🏾 ভারতবর্ষে HPV ভ্যাকসিনের রিসার্চ দুঃখজনক ভাবে অনেক দশক পিছিয়ে রয়েছে। এবার অন্তত আমরা যেন মহিলাদের এই জীবনঘাতী সমস্যার সমাধান খুঁজে পাই খুব তাড়াতাড়ি।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search Tools: HPV Vaccine Cervarix Gardasil Cervavac Gardasil 9 Cervical Cervix Cancer Vaccine













