ইউরিন ইনফেকশন কিভাবে দূরে রাখবেন - পার্ট 3
ডায়াগনসিস - লুকোনো ইনফেকশন - রিপিট ইনফেকশন
🛤️ - ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডায়াগনসিসের কি উপায়-
অনেক সময় দেই দেখা যায় ইউরিন ইনফেকশন সঠিকভাবে নির্ণয় করা পেশেন্ট এবং ডাক্তারদের জন্য এক প্রাণান্তকর সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময় ল্যাবরেটরির মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার আপনার উপকারে আসতে পারেন।
📝 - রুটিন এক্সামিনেশন
👨🏻⚕️ অপ্রত্যক্ষ বা ইনডাইরেক্ট উপায় হল ইউরিন রুটিন এক্সামিনেশন (RE)। যদি রুটিন ইনফেকশনে পাস সেল ( Pus Cell) বেশি থাকে তাহলে ইউরিনারি ইনফেকশন সন্দেহ করা হয়। এই পাস সেল আর কিছুই না- শরীরের শ্বেত রক্তকণিকার ধ্বংসাবশেষ। ইউরিন ট্র্যাক্ট-এর ইনফেকশন এর সঙ্গে লড়াই করতে এসে বাড়তি শ্বেত রক্তকণিকা ইউরিনে জমা হয়।
🧫 - কালচার আর সেনসিটিভিটি
ইউরিন ইনফেকশনের প্রত্যক্ষ পরীক্ষা হল ইউরিন কালচার (CS)। এতে ইউরিনের স্যাম্পল নিয়ে ব্যাকটেরিয়ার প্রিয় খাবার দাবার (কালচার মিডিয়ায়) দিয়ে ইউরিনের মধ্যের ব্যাকটেরিয়া কে সামনে এনে দেখা হয়। এক ধরনের কালচার মিডিয়ায় ইউরিন কালচার করা হয়। কালচার করতে অনেক সময় দুই থেকে তিন দিন সময় লাগে।
এই কালচারের সাথে সাথে এক ধরনের এন্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট করা হয়। যাতে জানা যায় যে কোন অ্যান্টিবায়োটিক পাওয়া জীবাণু কে কাবু করতে পারবে। এই টেস্ট করতে আরও অতিরিক্ত 2-1 দিন সময় লাগতে পারে
কালচার আর সেনসিটিভিটি কে একসাথে C+S বলা হয়।
🧪 - যখন টেস্টে ধরা পড়ে না
যদি দেখা যায় ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন এর সম্ভাবনা যথেষ্ট তীব্র হলেও হলেও ইউরিন ইনফেকশন কালচার পরীক্ষা ধরা পড়ছে না তাহলে চেষ্টা করুন সকাল বেলার প্রথম স্যাম্পল দিতে। এছাড়াও চেষ্টা করুন যাতে ইউরিন স্যাম্পল নিয়ে যাওয়ার সময় সেই স্যাম্পল রোদে না থাকে। তাহলে আপনার জীবাণুগুলো ল্যাবরেটরি পৌঁছানোর আগেই মারা যাবে।
খেয়াল রাখুন ল্যাব যেন ফ্রিজে স্যাম্পল না রাখে। এসব হলে আপনার ইনফেকশন থাকলেও ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসবে ইউরিনারি ইনফেকশন নেই। আজকাল অনেক সময় দেখা যায় যে পাড়ার কালেকশন ল্যাবগুলো কেন্দ্রীয় কোনো ল্যাবে পাঠায় এই স্যাম্পেল। আপনার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন এর সন্দেহ থাকা সত্ত্বেও যদি ল্যাবে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ধরা না পড়ে তাহলে ওনাদের সতর্ক করে দিন। বলুন যে আপনার ইউরিন এর স্যাম্পল যেন সংগ্রহের পরে পরেই ব্যাকটেরিয়া কালচার এ দিয়ে দেওয়া হয়।
দেরি করে কালচারে বসালে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ধরা পড়ে না।
👨🏻🔬 - স্যাম্পল কিভাবে নেবেন
আগের দিন ল্যাব থেকে পট নিয়ে আসুন। অতি অবশ্যই ইউরিন এর স্যাম্পল রুটিন এবং কালচারের জন্য দুটো আলাদা পটে দিন। নিশ্চিত করুন যাতে এই স্যাম্পল ল্যাব থেকে আনা পটেই আপনি সংগ্রহ করতে পারেন।
এটা ঠিকই অনেক সময় ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন সন্দেহ থাকলেও কালচারে ইনফেকশন ধরা পড়ে না। এর কারণ নানাবিধ। একটা বড় কারণ হচ্ছে সব সময় সব ইউরিন স্যাম্পলে জীবাণু বেরোয় না। এরকম সমস্যা হলে ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করে পরপর তিনদিন ঘুম থেকে ওঠার পরে প্রথম ইউরিন স্যাম্পল পাঠান। মনে রাখতে হবে প্রতিদিনের স্যাম্পল যেন আপনার সংগ্রহের ঠিক পরে পরেই ল্যাবে পৌঁছে যায়। স্যাম্পল সংগ্রহ করার পরে তা বাথরুমের জানলায় বা রোদে রাখবেন না। বাড়ির ফ্রিজেও স্যাম্পল রাখা থেকে বিরত থাকুন
অতি অবশ্যই সমস্যার তীব্রতা বেশি থাকলে অ্যান্টিবায়োটিক হয়তো ডাক্তার বাবু আপনাকে দিয়ে দেবেন। কিন্তু নিশ্চিত করুন যাতে সেই এন্টিবায়োটিক খাওয়ার আগেই আপনার ইউরিনারি স্যাম্পল পৌঁছে যায় ল্যাবে। কারণ অ্যান্টিবায়োটিক শুরু হলে সে অ্যান্টিবায়োটিকে আপনার কাজ না হলেও ব্যাকটেরিয়ার সংখ্যা এতো কমে যাবে যে তাতে আপনার ইউরিন ইনফেকশন থাকলেও ল্যাবে ধরা পড়বে না।
কিছু কিছু জটিল ক্ষেত্রে এন্টিবায়োটিক খেতে খেতে ইউরিনারি স্যাম্পল পাঠানোর প্রয়োজন পড়তে পারে। সে ক্ষেত্রে আপনার ডাক্তার বাবুর সঙ্গে পরামর্শ করে নিন এবং ল্যাবে লিখিত ভাবে জানাতে হয় তারা যেন ল্যাবের মাইক্রোবায়োলজিস্ট কে জানান যে আপনি ঠিক কোন অ্যান্টিবায়োটিক কতদিন ধরে খাচ্ছেন।
এতে ল্যাবের মাইক্রোবায়োলজিস্ট আপনার ইউরিন পরীক্ষা আলাদাভাবে করতে পারবেন।
বার বার এলোপাথারি এন্টিবায়োটিক খাওয়া উচিত না। পৃথিবীতে কোনো নতুন এন্টিবায়োটিক আবিষ্কার হচ্ছে না।
অধুনা ব্যাক টেক বলে এক নতুন কালচার পদ্ধতি আবিষ্কার হয়েছে যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে ব্যাকটেরিয়া কালচার করা সম্ভব হয়। এছাড়াও বিরল ব্যাকটেরিয়া ধরার জন্য খুব দামি কিছু টেস্ট আছে।
🚨 - সতর্কতা
👨🏻⚕️ ইউরিন কালচার এ ইনফেকশন না আসা মানেই এমন নয় যে আপনার ইউরিনে ইনফেকশন নেই। ইনফেকশন নির্ণয় ক্রমাগত অসুবিধা হতে থাকলে ল্যাবরেটরির মাইক্রোবায়োলজি ডাক্তার বাবুর সাথে অ্যাপোয়েন্টমেন্ট করে ওনার সাহায্য নিন।
ল্যাবের ডাক্তারবাবুরা সাধারণত রোগিনীকে কনসাল্ট করেন না।কিন্তু দরকার পড়লে ওনারা খুশিমনে আপনার সঙ্গে কথা বলে আপনার অসুবিধার নিত্যনতুন সমাধানের উপায় বাতলে দিতে পারেন।
😷 - বারবার ইনফেকশন
বছরে তিনবার তার থেকে বেশি কনফার্মড ইউরিন ইনফেকশন হলে পরে তাকে বলা হয় রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এর চিকিৎসা পদ্ধতি এবং সমাধান সাধারণ ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন থেকে সম্পূর্ণ আলাদা। দেখান ইউরোলজিস্ট। বারবার ইউরিন ট্রাক ইনফেকশন হলে দেখে নেওয়া দরকার যে ডায়াবেটিস আছে কিনা বা এ সমস্যা অন্য কোনো অসুখ এর বহিঃপ্রকাশ কিনা।
বারবার ইউরিন ইনফেকশন হলে কিছু সময় দেখা যায় যে জীবাণুগুলো হয়তো ইউরিনের রাস্তার লাইনিংএ ঢুকে বসে থাকে সেখান থেকে অ্যান্টিবায়োটিক তাকে উৎখাত করতে অসমর্থ হয়। সে ক্ষেত্রে অনেক সময় অল্প ডোজের এন্টিবায়োটিক কয়েক মাস খাওয়ার দরকার হয়। শুধু ডাক্তারের পরামর্শেই এমন ট্রিটমেন্ট করুন। রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য আরও পড়ুন এখানে।
ইউরিন ইনফেকশনের ব্যাপারে জানা প্রয়োজনীয়। এতে শুধু চিকিৎসাই ভালো হবে না। সাথে জানলেন- প্রতিরোধের উপায় আর এন্টিবায়োটিক রেজিস্টান্স থেকে বেঁচে থাকার রাস্তা ।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search tool: Urine Infection UTI Pus Cell RE Urine Culture CS Antibiotics Recurrent Urinary Tract Infection Masterclass








