বার বার UTI (Recurrent UTI)
এর চিকিৎসা এক দুবার ‘ইউরিনারি ট্র্যাক ইনফেকশন’ ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা।
এখানে রইলো এই টপিকের বাংলা ভার্সন
For the English Version of this topic click here
অনেক মহিলার ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন বার বার ফিরে আসে। এর নাম- রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন।
মনে রাখা দরকার, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হলে দু’রকম ভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়।
১. একিউট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন: যখন অ্যান্টিবায়োটিক দিয়ে, ইউরিনারি ট্র্যাকের জীবানু মেরে ফেলা হয়। সেই ধরণের ট্রিটমেন্টে ইদানিং কোন পরিবর্তন হয়নি।
২. রিকারেন্ট ইউরিনারি ইনফেকশন - বছরে যখন ৩ বা তার বেশি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে। এর চিকিৎসা ‘একিউট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন’ ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা। যখন, ইউরিনারি ইনফেকশন বার বার ফিরে আসে, সেসময় যে কয়েক মাস ধরে লো-ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। আমূল পরিবর্তন হয়েছে রিকারেন্ট ইউরিনারি ইনফেকশনের ট্রিটমেন্টে।

সন্দেহ করা হয়, প্রতি ৪ জনের মধ্যে ১ জন মহিলারই জীবনে বার বার ইউরিনারি ইনফেকশন হতে থাকে। এদের ক্ষেত্রে এতদিন ধরে লো-ডোজ অ্যান্টিবায়োটিক দেওয়া হত, যাতে ভবিষ্যতে ইউরিন ইনফেকশন ফিরে ফিরে না আসে। কিন্তু এই লো-ডোজ অ্যান্টিবায়োটিক যথেষ্ট কার্যকারী হলেও, কিছু কিছু ক্ষেত্রে সাইড এফেক্টের কারণে অথবা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্স তৈরী হওয়ার ভয়ে, ডাক্তাররা এটাকে প্রেসক্রাইব করতে চান না।
🌈 তার জন্য, ইদানিং নতুন ধরণের কিছু থেরাপি বিজ্ঞানের কাছে এসেছে যেমন, ক্রানবেরি জুস থেরাপি, নিয়মিত এক্সারসাইজ, যথেষ্ট পরিমানে জল খাওয়া, ফার্স্ট কলেই ইউরিন করে আসা (প্রথম বার ইউরিন পেলেই)। এছাড়াও এসেছে, প্রো-বায়োটিক বলে একধরণের খাবার, যা আপনার কোলনের ব্যাকটেরিয়ারকে খাবার দেয়।
আশা দেখাচ্ছে, ডি-ম্যানোস এবং কিছু নতুন ধরণের ওরাল ভ্যাকসিন। এই নতুন ধরণের ট্রিটমেন্টগুলো ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক ছাড়াই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ট্রিটমেন্টের জন্য পথ দেখাবে।
সুতরাং এই আর্টিকেল পড়ে, কখনই এমন মনে করবেন না, যে ইউরিনারি ট্রাক ইনফেকশনের অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট পাল্টে গেছে। সেটা একই আছে।
কিন্তু বার বার অ্যান্টিবায়োটিক দরকার হলে, তখন রিকারেন্ট ইউরিনারি ট্রাক ইনফেকশন বলা হয়। অর্থাৎ যখন, কালচারে বছরে ৩ বার বা তার বেশি ইউরিনারি ট্রাক ইনফেকশন আবিষ্কার হয়। তাদের জন্য এই আর্টিকেল কাজে লাগবে।
আরও বিশদ জানতে, আমাদের ইংরেজিতে লেখা এই আর্টিকেলের লিংকের দিকে নজর রাখতে পারেন।
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.



