Masterclass - দূরে রাখুন ইউরিন ইনফেকশন
Simple steps can prevent urine infections. I wrote this on request of my patients. Find the ways of success in women's health in these simple hacks. In 3 parts + More!
ইউরিন ইনফেকশন কিভাবে দূরে রাখবেন - পার্ট 1
👫🏻 - পুরুষ ও মহিলার ইনফেকশনের পার্থক্য যেখানে গড়পড়তা পুরুষদের ইউরিন ইনফেকশন হলে খোঁজ করতে হয় প্রস্টেটের সমস্যা বা আরো কোন বড় সমস্যা আছে কিনা সেখানে মহিলাদের ইউরিন ইনফেকশন যেন সাথের সাথী। এমন মহিলা খুঁজে পাওয়া বিরল যার কোন দিন ইউরিন ইনফেকশন হয়নি বা হবে না। তার কারণ একটাই।
ইউরিন ইনফেকশন কিভাবে দূরে রাখবেন - পার্ট 2
🤚🏽 জানা দরকার কি কি ভাবে ইউরিন ইনফেকশন কে আপনি প্রতিহত করতে পারবেন। 👨🏻⚕️ যথেষ্ট জল খাওয়া খুব দরকার তার কারণ এই জলের সাথে অনেক ক্ষতিকর জীবাণু শরীর থেকে বেরিয়ে যায়।দু পায়ের মাঝখানে বন্ধু জীবাণুগুলো আরো ভালোভাবে রাখার জন্য দৈনিক অল্প একটু করে টক দই খেতে পারেন। দইয়ের মধ্যে ল্যাকটোব্যাসিলাস নামক এক জীবানু থাকে।
ইউরিন ইনফেকশন কিভাবে দূরে রাখবেন - পার্ট 3
🛤️ - ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডায়াগনসিসের কি উপায়- অনেক সময় দেই দেখা যায় ইউরিন ইনফেকশন সঠিকভাবে নির্ণয় করা পেশেন্ট এবং ডাক্তারদের জন্য এক প্রাণান্তকর সমস্যা হয়ে দাঁড়ায়। এই সময় ল্যাবরেটরির মাইক্রোবায়োলজিস্ট ডাক্তার আপনার উপকারে আসতে পারেন।
বার বার UTI (Recurrent UTI)
এর চিকিৎসা এক - দুবার ‘ইউরিনারি ট্র্যাক ইনফেকশন’ ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা। আমূল পরিবর্তন হয়েছে রিকারেন্ট ইউরিনারি ইনফেকশনের ট্রিটমেন্টে।
Real life stories to learn from: My Diary
The Bladder Awareness Month - November
— “Hi Manas, could you please check on Mrs. Thompson? She hasn’t peed since she came back from surgery” Sister Amy loudly called me from back
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Urine Infection UTI Masterclass Bangla topics







