#স্ক্রিনিং (তৃতীয় ও শেষ পর্ব)
#স্ক্রিনিং (তৃতীয় ও শেষ পর্ব, বাকি পর্বের লিঙ্ক নিচে রইল)
After previous episode…
আজ মঙ্গলবার। পাড়ার জঙ্গল সাফ করার দিন। দঙ্গল বেঁধে সবাই গেলাম গেলাম জুম্ মিটিঙে। আজ ৬/৭/২১ মঙ্গলবার, সার্ভিক্স ক্যান্সার সাফ করার জন্য WHO পৃথিবীব্যাপী বৈঠক করে স্ক্রিনিং এর নতুন নির্দেশিকা প্রকাশ করলেন। আশা প্রকাশ করা হল ২০৩০ এর মধ্যে সার্ভিক্স ক্যান্সার মুছবে পৃথিবী থেকে।
যে দেশগুলোতে এই প্রচেষ্টা মুখ থুবড়ে পড়ছে সেই আফ্রিকান দেশগুলো আর ভারতের প্রতিনিধিরাও ছিলেন।
স্ক্রিনিং আরো সহজে, আর আরো সস্তায় করার রাস্তা আলোচনা হলো। গোদের ওপর বিষফোঁড়ার মতো HIV ইনফেকশন (এই ইনফেকশনটিও পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী জঙ্গল থেকে নিয়ে এসেছে) সার্ভিক্স ক্যান্সারকে আরো জটিল করে তোলে। তাই HIV আক্রান্ত মহিলাদের জন্য আরো ঘনঘন স্ক্রিনিং করা দরকার।
মহিলা জননাঙ্গে HPV শনাক্তকরণের উপর আরো জোর দেওয়া হচ্ছে। মহিলারাও নিজেরা নিজেদের স্যাম্পল নিয়ে ল্যাবে টেস্ট করাতে পারবেন শুনলাম। জানলাম নির্দেশিকা আর বইপত্র এখন ৫-১০ বছরের বদলে আরো ঘন ঘন আধুনিক করা হবে। সেসব কাগজে ছাপা হবে না -অনলাইন থাকবে। (কে যে এতদিন ছাপা বই পড়তো ! )
অর্থনৈতিক ভাবে অনগ্রসর দেশের জন্য অনেক নিয়ম শিথিল হয়েছে দেখলাম।
ভারত থেকে WHO চিফ সায়েন্টিস্ট শ্রীমতি সৌম্যা স্বামীনাথন-ও বললেন। সব মিলিয়ে আশান্বিত হলুম। উনি বেশ করিৎকর্মা মানুষ। আশাকরি প্রযুক্তি চলে আসবে সাধারণ মানুষের কাছে। লালফিতের বাঁধন পেরিয়ে সার্ভিক্স ক্যান্সার শিগগিরই স্বর্গলাভ করবে।
তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে কিছু ভাবছিলাম। মেয়েদের সাথে ছেলেদেরও HPV ভ্যাক্সিন দেওয়ার সুপারিশ আরো জোর দিয়ে বলা হবে ভেবেছিলাম, কিন্তু কানে এলো না।
HPV ক্যান্সার কি শুধু মেয়েদের হয় ?
মহিলাদের HPV ভাইরাস শনাক্ত হলে তারপর চিকিৎসার যে পরিকাঠামো গুলো লাগবে তার আর্থিক যোগান কোথা থেকে আসবে সেটাও বুঝলাম না। সুন্দর মোলায়েম ভাবে ৩০ বছরের আগে আর ৫০ বছরের পরে মহিলাদের নতুন স্ক্রিনিং এর 'প্রায়োরিটির' বাইরে ঠেলে দেওয়া হলো।
ভাবছিলাম একেকটা ইংরিজি শব্দ লিখতে হয়তো রাজনীতিবিদদেরই ডাকা হয় কিনা!
করোনার কল্যাণে ৩ নম্বরবার স্নান করে, সবে একটু বলেছি এই বৃষ্টির মধ্যে একটু চিকেন পকোড়া বা নিদেন পক্ষে একটু বেগুনি হলে মন্দ হতো না।
অমনি রান্নাঘর থেকে উত্তেজিত কণ্ঠ এলো - সর্ষের তেল ২০০ টাকা লিটার, যা দিচ্ছি তাই খাও। মুড়ি চিবোতে চিবোতে ভাবলাম, WHO যা বলেছে তাতেই সাধু সাধু বলি। পুষ্পবৃষ্টি হোক। WHO আর ভারত দুজনেরই পকেটে টান।
তবে আপনি মুড়ি খেলেও স্ক্রীনিং-মেনুতে আর কি আছে সেটা ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে ভুলবেন না। আজ চলি।
শেষ।
#স্ক্রিনিং
দ্বিতীয় পর্ব (স্ক্রিনিং এর লিস্ট সহ )
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search Tool: Screening HPV pap smear Test WHO Cost cutting Cost-cutting Costcutting India Breast cancer Colon cancer Occult bleeding mammography mammogram cancer prevention







