#স্ক্রিনিং (দ্বিতীয় পর্ব)
— আচ্ছা, সেসব ছাড়ুন, আপনি 'ইয়ে' 'ইয়ে' করছেন কেন বলুন তো ? #স্ক্রিনিং (দ্বিতীয় পর্ব, বাকি পর্বের লিঙ্ক নিচে রইল)
After previous episode…
— কি বললেন ? তিল ?
— না, টিল
— বুঝেছি , তিল তিল করে, সেই তিল, তাই তো ?
— না রে বাবা ! টিল , Teal Blue একধরণের রং, নীলচে সবুজ। তিল তিল করে তো ওঁরা মরছে। আর টিল হলো সার্ভিক্স ক্যানসারের রং।
— ওসব ইয়ের আবার রং হয় নাকি ? যত্তসব !
— হবে না কেন ? প্রতীক হয় না ? পদ্ম, ফুল-ঘাস, গেরুয়া , নীল ---হয় না ?
— দাদা , বোর করবেন না তো ! কোথায় এসব বড়ো বড়ো পার্টি আর কোথায় আপনার সার্ভিক্সের ইয়ে। তারপর আবার বলছেন কুতুব মিনারে, হাওড়া ব্রিজে -ইয়ের আলো। পাগল নাকি ?
— আচ্ছা, সেসব ছাড়ুন, আপনি 'ইয়ে' 'ইয়ে' করছেন কেন বলুন তো ?
— আমি ওসব C এর নাম নিই না মুখে, ওসব ইয়ের খবর আমি পড়ি না।
— আচ্ছা, বুঝলাম ক্যান্সারের নাম নেন না তাই তো ?
— হ্যাঁ, হ্যাঁ সন্ধ্যের পরে সাপের নাম নিতে নেই , জানেন না ?
— কিন্তু অংক পরীক্ষার আগে অংকের নাম না নিলে , অঙ্ক প্র্যাক্টিস না করলে, কি হয় ?
— দাদা শুনুন, সায়েন্সের চারটে তে আমি লেটার। আপনার থেকে ঢের বেশি পেয়েছি। পয়সা চাই তো ? বললেই হয় কার ক্যান্সার হয়েছে , চাঁদা চাই , এই নিন দশ - আচ্ছা না পঞ্চাশ। এবার চা-টা খেতে দিন। leave me alone . খালি ভয় পাওয়ানোর ফন্দি।
— নানা টাকা চাই না, মুখ ঘুরিয়ে নিলাম।
পেছনে তখন শুনছি
— এই বিশু একটা ক্লাসিক আর একটা ফ্রেশ চা দে। কে রে এটা! বিকেল টা মাটি করে দিল। বদ্ধ উন্মাদ।
নভেম্বর ২০২০। বদ্ধ উন্মাদ। মানে আমি। সল্ট লেক সেক্টর 5 এ বন্ধুর জন্য দাঁড়িয়ে। হঠাৎ ডাকলো একটা বই দেবার জন্য। চায়ের দোকানে একটা চা নিয়ে ভাবলাম একটা ফিল্ড স্টাডি করি। দু গজ দূরত্ব মেনে, সামনের সুবেশ যুবককে একটা প্রশ্ন করি:
কিছুদিন আগে সার্ভিক্স ক্যান্সারের সচেতনতা বাড়াতে কুতুব মিনার আর হাওড়া ব্রিজে টিল আলো দেওয়া হয়েছিল সেটা কি খবরে দেখেছেন ? বা ফেসবুক হোয়াটস্যাপ এ দেখেছেন ? নীলচে-সবুজ আলো ?
বাড়ি থেকে সটান এসেছি দুমড়ানো টি শার্ট আর জিন্স পরে , মানে যা পরে ছিলাম বাড়িতে আর কি। মুখে করোনা কাট খোঁচা দাড়ি। মুখে চা চালান করার জন্য মাস্কটা খুলে কানে ঝুলছে। চুমুকের মাঝে আবার মুখে মাস্ক আসছে। উন্মাদ বৈকি।
ক'দিন আগে ১৭ই নভেম্বর ২০২০ তে সার্ভিক্স ক্যান্সার কে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার ডাকে কুতুব মিনারে টিল আলো দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। WHO র ভিডিও থেকে দেখলাম, রাষ্ট্রপতিভবন আর হাওড়া ব্রিজেও সেদিন সেই আলো দেওয়া হয়েছিল। শুধু তাই না ২৫ টির ও বেশি দেশে নানা সৌধকে টিল লাইট করা হয়। খবরে আরো পড়লাম.....
না আর পড়িনি। কারণ কোনো খবর ছিল না। ভাবলাম এঁনাকে জিজ্ঞেস করি। নতুন যুগের ভারতবাসীকে। সোশ্যাল মিডিয়ায় এসেছে কিনা! কতটা সার্থক WHO র এই পৃথিবী ব্যাপী প্রচেষ্টা।
আমি খবর পড়িনি আর উনিও পড়েননি , আপনি জানতেন ?
২০ বছরে ১৪ লক্ষের বেশি মহিলা মারা গেছেন সার্ভিক্স ক্যান্সারে। শুধু ভারতে। আক্রান্ত হয়েছেন এর থেকে ঢের বেশি। আর আমরা জানতে পারিনি, এমন কেসের পরিসংখ্যানের ব্যাপারটা তো বলাই বাহুল্য ! অথচ এই ক্যান্সারের বেশিরভাগটাই প্রতিরোধ যোগ্য (৯৮% পর্যন্ত) .
চলুন দোষ দিই সরকার কে, রাষ্ট্রকে , রাজ্যকে
ধোয়া তুলসী , আমরা !
আর কতটা পথ পেরোলে পথিক হওয়া যায় ?
আর কত মৃত্যু হলে শ্মশান বলা যায় ?
আর কত জীবন হারালে ঘন্টাখানেক হয় ?
আর কত মন থাকলে .......হওয়া যায় ?
যাই হোক কাজের কোথায় আসি
কালকের পোস্ট পড়ে অনেকে ফোন করেছেন, মেসেজ দিয়েছেন। ক্যান্সার স্ক্রিনিং কবে, কবে করা দরকার।
ছোট্ট করে বলে দিই :
বিশুর কাছ থেকে কেনা সিগারেটের ক্যান্সার, মানে লাং ক্যান্সারের স্ক্রিনিং নেই। উপসর্গ এলে তবে চিকিৎসা। যথেষ্ট নয় জানি, গবেষণা চলছে , কিন্তু আপাতত এইটুকু।
রক্তের ক্যান্সার, ব্রেন টিউমার, মেয়েদের ডিম্বাশয়ের ক্যান্সার সহ অনেক ক্যান্সারের স্ক্রিনিং এখনো নেই।
তবে যেটুকু ক্যান্সারের স্ক্রিনিং আছে সেটাও কম নয়
— ---
সার্ভিক্স ক্যান্সার প্রতিরোধে:
আপাত সুস্থ মহিলাদের স্ক্রিনিং : চিরাচরিত প্যাপ স্মিয়ার ২৫ থেকে ৫০ বছর : ৩ বছর অন্তর। ৫০ থেকে ৬৫: ৫ বছর অন্তর। নিয়মিত। (গড়ে টেস্টের খরচ ০ থেকে ৭০০ টাকা)
আপাত সুস্থ মহিলাদের স্ক্রিনিং: আধুনিক স্মিয়ার আর ভাইরাস চেক করালে বছর পাঁচেক অন্তর করলেও চলে। নিয়মিত। (গড়ে টেস্টের খরচ ২৩০০ থেকে ৩৩০০ টাকা)
আপাত সুস্থ মহিলাদের ভ্যাক্সিন : আপাতত শুধু মেয়েদের, ১২-১৩ বছর বয়েসে। ২ থেকে ৩ ডোজ (বয়সভেদে ) (গড়ে প্রতি টিকার খরচ ২০০০ টাকা )
— ---
ব্রেস্ট ক্যান্সার তাড়াতাড়ি ধরার জন্য:
আপাত সুস্থ মহিলাদের স্ক্রিনিং: আজীবন, মাসে একবার, আয়নার সামনে, আলো জ্বালিয়ে, শুকনো শরীরে দুই ব্রেস্ট আর আর্মপিট (স্তন আর বগল): কি চেক করবেন (দেখে আর স্পর্শ করে) , ত্বক, নিপল আর টিসুতে কোনো অস্বাভাবিক পরিবর্তন আছে কিনা। নিয়মিত। (গড়ে টেস্টের খরচ ০ )
আপাত সুস্থ মহিলাদের স্ক্রিনিং : ম্যামোগ্রাফি ৫০ থেকে ৭১ তম জন্মদিন পর্যন্ত। প্রতি ৩ বছর। নিয়মিত। এক্সরে ম্যামোগ্রাফির খরচ কম। আল্ট্রাসাউন্ড ম্যামোগ্রাফি র খরচ খানিকটা বেশি। (গড়ে টেস্টের খরচ ১০০০ থেকে ৪০০০ টাকা). ব্যয়সাপেক্ষ এম আর আই ম্যামোগ্রাফি সব মহিলাদের জন্য নয়।
— ----
বাওয়েল (bowel)/ কোলন ক্যান্সার তাড়াতাড়ি ধরার জন্য
আপাত সুস্থ পুরুষ ও মহিলার স্ক্রিনিং : ৫৬ থেকে ৭৫ আর তারপরেও : ২ বছর অন্তর। পায়খানায় লুকিয়ে থাকা রক্ত পরীক্ষা করার জন্য। ফিকাল ইম্মুনো কেমিক্যাল টেস্ট (FIT )।
— ----
স্ক্রিনিং একটা ছাকনি। যাতে যাঁদের নজর দরকার তাঁদের ডাক্তারের কাছে পাঠানো যায়। ক্যান্সার ও তার ধরণ নিশ্চিত করার জন্য আরো টেস্ট দরকার হতে পারে - তবে সেটা যাঁদের দরকার তাঁদেরই। মনে রাখা দরকার সাধারণ মানুষের সুবিধার্থে WHO সবচেয়ে সস্তা আর কম ঝামেলায় হয় এরকম টেস্ট দিয়ে স্ক্রিনিং ব্যবস্থা সাজিয়েছেন।
সংখ্যাগরিষ্ঠ ক্যান্সার সফলভাবে ধরা পড়লেও প্রতিটি ক্যান্সার স্ক্রিনিংয়ে ধরা নাও পড়তে পারে। উপসর্গ চলে এলে স্ক্রিনিং টেস্ট আর উপযুক্ত নয়। সরাসরি ডাক্তারের কাছে যান। পরিবারে কারো ক্যান্সার থেকে থাকলে আপনার স্ক্রিনিং টেস্টের ধরণ ও সময় আলাদা হতে পারে। অঙ্কোলজিস্টের পরামর্শ নিন।
পু: 'নিয়মিত' ব্যাপারটা বোল্ড লেটারে।
ক্রমশ …
#স্ক্রিনিং
দ্বিতীয় পর্ব (স্ক্রিনিং এর লিস্ট সহ )
This is an impartial , unsponsored health information. For public awareness and not a replacement of Medical Advice.
Search Tool: Screening HPV pap smear Test WHO Cost cutting Cost-cutting Costcutting India Breast cancer Colon cancer Occult bleeding mammography mammogram cancer prevention








